• Bengali Word আগুয়ান , অগুয়ান (বিরল), আগুসর, আগুসার English definition [আগুয়ান্, অগুয়ান্, আগুশর্, আগুশার্] (বিশেষণ) অগ্রগামী; অগ্রবর্তী (কে আছ জোয়ান হও আগুয়ান-কাজী নজরুল ইসলাম; একলি চলিল ধনি হোই অগুয়ান-বিদ্যাপতি)। আগুসরি (অসমাপিকা ক্রিয়া)অগ্রসর হয়ে (দেখিয়ে পথ তারা চলে আগুসরি -অবনীন্দ্রনাথ ঠাকুর)। {(তৎসম বা সংস্কৃত) অগ্রবান>}