• Bengali Word আগলি ১ , আগলী , আগুলি ( মধ্যযুগীয় বাংলা ) English definition [আগোলি, আগোলী, আগুলি] (বিশেষণ) ১ অগ্রবর্তী; প্রধান (রূপে গুণে যৌবনে ভুবনে আগুলি-জ্ঞানদাস)। ২ সম্মুখবর্তী। □ (বিশেষ্য) (মধ্যযুগীয় বাংলা) আলয়; আগার (কর্ণধার আছিলেন বুদ্ধির আগলি-কবি কঙ্কণ মুকুন্দরাম চক্রবর্তী)। আগলি কাটা (ক্রিয়া) ঠেলে আগে যাওয়া; অন্য সকলকে ফেলে আগে বাড়া (আগলি কেটে-হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায়)। {(তৎসম বা সংস্কৃত) অগ্র>আগর>আগলি}
    • Bengali Word আগলি ২ ( পদ্যে ব্যবহৃত ) English definition [আগোলি] (অসমাপিকা ক্রিয়া)পাহারা দিয়ে; আগলিয়ে। আগলিয়া, আগুলিয়া (অসমাপিকা ক্রিয়া)বাড়িয়ে (বাহু আগুলিয়া লইল আমারে-সুফিয়া কামাল)। {(তৎসম বা সংস্কৃত) অর্গল>}