• Bengali Word আখড়া English definition [আখ্‌ড়া] (বিশেষ্য) ১ নৃত্যগীত বাদ্যাদি শিক্ষা ও মল্লবিদ্যা অভ্যাসের স্থান (অতঃপর আখঢ়া প্রবেশি শুভক্ষণে, মল্লবিদ্যা আরম্ভ করিল দুইজনে-ঘনরাম চক্রবর্তী)। ২ আড্ডা। ৩ সন্ন্যাসীদের আশ্রম। আখড়াই (বিশেষ্য) সঙ্গীত ও অভিনয়াদির অভ্যাস ও মহড়া; rehearsal। আখড়াই দেওয়া (ক্রিয়া) অভিনয়াদি অভ্যাস করা।আখড়াধারী (বিশেষ্য) মঠ বা আখড়ার প্রধান। {(তৎসম বা সংস্কৃত ) অক্ষবাট>(প্রাকৃত) আক্‌খআড> আখাড়+আ=আখাড়া>আখড়া}