• Bengali Word আখোট ১ , আখোটি , আখুটি , আখটি English definition [আখোট্, আখোটি, আখুটি, আখোটি] (বিশেষ্য) ১ আবদার; বায়না; জেদ (অকারণ আখোট করে-কাজী নজরুল ইসলাম; যে আখুটি করে তা ঈশান সমারয়-কৃষ্ণদাস কবিরাজ)। ২ বিবাদ; ঝগড়া (যেন কতকালের আখোটি-অচিন্ত্যকুমার সেনগুপ্ত; কড়ি পাইবারে কত করিনু আখটি-রঙ্গলাল সেন)। {(তৎসম বা সংস্কৃত) আখট্টিকা>}
    • Bengali Word আখোট ২ English definition [আখোট্] (বিশেষ্য) আখরোট ফল। {(তৎসম বা সংস্কৃত) আক্ষোট> আকখোট>আখোট}
    • Bengali Word আখোটি English definition ⇒ আখোট১