• Bengali Word আখেট English definition [আখেট্] (বিশেষ্য) মৃগয়া; শিকার (এ বুঝিয়া নরগণে দেখি মৃগকুল, আখেট করিতে করে আরতি বহুল-সৈয়দ আলাওল)। ২ শিকার-কৃত প্রাণী; শিকার (আখেটের মাংস বিনে, ভোজনে নাহিক আনে-সৈয়দ আলাওল)। {(তৎসম বা সংস্কৃত) আখেটক>}