• Bengali Word আখলাক English definition [আখ্‌লাক্] (বিশেষ্য) ১ আচার-ব্যবহার; শিষ্টাচার (আদব, কায়দা, লেহাজ, তমিজ; তাহ্‌জিব আখলাক সমস্তই শিখে-ইসমাইল হোসেন শিরাজী)। ২ চরিত্র; স্বভাব। {(আরবি)আখলাক (বহুবচন) }
    • Bengali Word আখলান English definition ⇒ আখলা
    • Bengali Word আখাল ( মধ্যযুগীয় বাংলা ) , আখলানো English definition [আখাল্, আখ্‌লানো] (বিশেষ্য) প্রক্ষালন; ধৌতকরণ। আখায়িল (বিশেষণ) প্রক্ষালিত; ধৌত (আখায়িল ঘাঅত বিষ জালিল কাহ্নাঞিঁ-বড়ু চণ্ডীদাস; মাছগুলো ভালো করে আখরাও)। {( তৎসম বা সংস্কৃত) প্রক্ষাল>পাখাল>আখাল}