• Bengali Word আখ , আক English definition [আখ্, আক্] (বিশেষ্য) ইক্ষু; sugarcane (কাটা আক এক স্থানে জড়ো করিতেছিল-কাজী আবদুল ওদুদ)। {(তৎসম বা সংস্কৃত) ইক্ষু>ইক্‌খু> ইখ; (তুলনীয় ) ‍(হিন্দি) উখ্}
    • Bengali Word আখখুটে English definition ⇒ আখুটে
    • Bengali Word আখজ , আখেজ , আখুজী (বিরল), আখুচী English definition [আখজ্‌, আখেজ্, আখুজি, আখুচি] (বিশেষ্য) ১ আক্রোশ; শত্রুতা; হিংসা (কোন্ না আখেজে হায়রে জাত্তি মারিল-পূর্ববঙ্গ গীতিকা; আখুজী করিল বেনে তাহার কারণে-কবি কঙ্কণ মুকুন্দরাম চক্রবর্তী)। ২ ইচ্ছা; আগ্রহ (আখেজ মিটিয়ে খাও)। আখজা-আখজি , আখছা-আখছি (বিশেষ্য) পরস্পর বৈরভাব; রাগারাগি (কাজের নেশাতে এতেই এত মারামারি, কাটাকাটি, আখ্‌ছা-আখ্‌ছি-প্রেমেন্দ্র মিত্র)। {(আরবি)আখ্‌য্ }