• Bengali Word আক্রমণ English definition [আক্‌ক্রোমোন্] (বিশেষ্য) ১ অধিকার করার উদ্দেশ্যে কোনো দেশের সঙ্গে লড়াই শুরু করা। ২ হিংসাবশে বা ক্ষতির উদ্দেশ্যে অন্যের উপর বল প্রয়োগ; হামলা। ৩ অধিষ্ঠান; গ্রাস; প্রকোপ (রোগের আক্রমণ)। আক্রমণীয় (বিশেষণ) আক্রমণযোগ্য। আক্রান্ত (বিশেষণ) ১ আক্রমণ করা হয়েছে এমন। ২ ব্যাধিগ্রস্ত; পীড়িত। {(তৎসম বা সংস্কৃত) আ√ক্রম্ +অন(ল্যুট্)}