• Bengali Word আকাট ১, অকাট English definition [আকাট্, অকাট্] (বিশেষণ) অত্যন্ত; নিরেট (আকাট মূর্খ) {(তৎসম বা সংস্কৃত) অ+কাষ্ঠ>অকাঠ>আকাঠ}
    • Bengali Word আকাট ২ English definition [আকাট্] (বিশেষণ) খসখসে; অমসৃণ (প্রুফ কপির আকাট লাবণ্য-অবনীন্দ্রনাথ ঠাকুর)। {আ+কাট}
    • Bengali Word আকাটা English definition [আকাটা] (বিশেষণ) কাটা হয়নি এমন; অকর্তিত অখণ্ডিত। {আ+√কাট্+আ}