• Bengali Word আএমা, আয়মা, আয়েমা English definition [আয়্‌মা, আয়মা, আয়েমা] (বিশেষ্য) মুসলমান বাদশাহগণ কর্তৃক ধর্মপ্রচার বা পাণ্ডিত্যের পুরস্কার স্বরূপ মৌলভীদের প্রদত্ত নিষ্কার অথবা নামমাত্র করবিশিষ্ট ভুসম্পত্তি, জায়গির(চাকরান আয়মা… যে আছে-প্রাচীন পত্র; নিষ্কর আয়মা মহালের উপর কোম্পানী খাজনা ধার্য করায়- গোপাল হালদার)। আয়মাদার (বিশেষ্য) ধর্মপ্রচার, শিক্ষকতা ও দাতব্য কার্যের পুরস্কার স্বরূপ প্রাপ্ত নিষ্কর অথবা নামমাত্র করবিশিষ্ট জমি যে ভোগ করে। আএমাদারি (বিশেষ্য) আএমা জমির ভোগ দখল। {(আরবি)বছর আইম্মাহ্‌: (একবচন)}