• Bengali Word আউটানো , আওটানো English definition [আউটানো, আওটানো] (ক্রিয়া) ১ আবর্তন বা আলোড়ন করা। ২ জ্বাল দিয়ে গাঢ় করা। □ (বিশেষ্য) আবর্তন বা আলোড়ন। □ (বিশেষণ) ১ আলোড়িত বা আবর্তিত। ২ জ্বাল দিয়ে গাঢ় করা হয়েছে এমন (আউটানো দুধ)। {(তৎসম বা সংস্কৃত) আবর্তন>আরট্টন>আউটন+আনো}