• Bengali Word আই ১ , আঈ , আয়ি , আয়ী English definition [আই, আঈ, আয়ি, আয়ী] (বিশেষ্য) ১ (হিন্দু সমাজে ব্যবহৃত) মাতামহী; পিতামহী (নাতু নিয়া আয়ী বাড়ি গেল-দক্ষিণারঞ্জন মিত্রমজুমদার)। ২ মাতা (বাসলী আয়ী-বড়ু চণ্ডীদাস)। ৩ নারী; স্ত্রীলোক (এমন মেলানী ভার দিল আই বুড়ী -ভারতচন্দ্র রায়গুণাকর)। আইমা, আজিমা (বিশেষ্য) (হিন্দু সমাজে ব্যবহৃত) মাতামহী; মায়ের মা; নানী (আইমার কাচে শুতে যাই-রবীন্দ্রনাথ ঠাকুর)। আইশাশ (বিশেষ্য) শাশুড়ির মাতা (এ বড় আনন্দ মাসী আইশাশ হবে-ভারতচন্দ্র রায়গুণাকর)। {(তৎসম বা সংস্কৃত) আর্যিকা>আইআ>আই, আঈ}
    • Bengali Word আই ২ ( মধ্যযুগীয় বাংলা ) English definition [আই] (বিশেষ্য) আয়ু (পরমাই, অল্পাই)। আই-হাঁড়ি (বিশেষ্য) হিন্দুদের বিবাহকার্যে ব্যবহৃত মাঙ্গলিক হাঁড়ি। {(তৎসম বা সংস্কৃত) আয়ু>}
    • Bengali Word আইও , আইও English definition ⇒ এয়ো