• Bengali Word আঁশ ১, আঁইশ ১ English definition [আঁশ্, আঁইশ্] (বিশেষ্য) ১ সূক্ষ্ম তন্তু; রোঁয়া; সূত্র (তুলার আঁশ)। ২ বৃক্ষলতা ফল প্রভৃতির ভিতরকার সূক্ষ্ম তন্তু (শাঁসটা খেয়ে আঁশটা ফেলে দিসরে-দ্বিজেন্দ্রলাল রায়)। আঁশালো, আঁশুয়া (বিশেষণ) আঁশযুক্ত; আঁশবহুল; এঁশো। {(তৎসম বা সংস্কৃত) অংশু> (বাংলা) আঁশ}
    • Bengali Word আঁশ ২ English definition ⇒ আঁইশ২
    • Bengali Word আঁশফল English definition [আঁশফল্] (বিশেষ্য) লিচু জাতীয় এক প্রকার ফল।