• Bengali Word আঁধিয়ার, আঁধিয়ারা, আন্ধিয়ার (মধ্যযুগীয় বাংলা), আন্ধিয়ারী (মধ্যযুগীয় বাংলা) English definition [আঁধিয়ার্, আঁধিয়ারা, আন্ধিয়ার্, আন্ধিয়ারি] (বিশেষ্য) অন্ধকার; আঁধার (উতলা বাতাস জড়াইয়া কাঁদে আঁধিয়ার নির্মম-জসীমউদ্দীন; আঁধিয়ারা হয়ে গেছে দশ দিশি-কাজী নজরুল ইসলাম; অতি ঘন আন্ধিয়ার-জ্ঞানদাস)। {(তৎসম বা সংস্কৃত) অন্ধকার>আঁধিআর}