• Bengali Word আঁধার, আন্ধার English definition [আঁধার, আন্ধার্] (বিশেষ্য) অন্ধকার; আলোকের অভাব (ঘুট ঘুট আান্ধার-ভারতচন্দ্র রায়গুণাকর)।  (বিশেষণ) ১ আলোকহীন; অন্ধকারাচ্ছন্ন (আঁধার হ’লো মাদার গাছের তলা-রবীন্দ্রনাথ ঠাকুর)। ২ বিষন্ন; অপ্রসন্ন; গম্ভীর; নিরানন্দ (আঁধার মুখ)। আঁধার ঘরের বাতি, আঁধার ঘরের মানিক (বিশেষ্য) ১ দুঃখ ও কষ্টের জীবনে একমাত্র সুখের বস্তু। ৩ বিধবার একমাত্র সন্তান। আঁধারিয়া, আন্ধারিয়া (মধ্যযুগীয় বাংলা) (বিশেষণ) অন্ধকারময়; তিমিরাচ্ছন্ন (অবশেষে প্রবেশিলা আন্ধারিয়া ঘরে –কবি কঙ্কণ মুকুন্দরাম চক্রবর্তী)। আঁধারে ঢিল ছোড়া, আঁধারে ঢিল মারা (ক্রিয়া) ১ কোনো বিষয় সঠিক না জেনে আন্দাজে কিছু বলা। ২ আন্দাজের উপর নির্ভর করে কাজ করা। আঁধারের বাতি (বিশেষ্য) তাপিত হৃদয়ের আনন্দকর বস্তু। {(তৎসম বা সংস্কৃত) অন্ধকার>}