• Bengali Word আঁটি ১, আটি ১ English definition [আঁটি, আটি (আঞ্চলিক)] (বিশেষ্য) তৃণ বা শস্যাদির গুচ্ছ (আঁটি আঁটি ধান চলে ভারে ভার-রবীন্দ্রনাথ ঠাকুর); (আলঙ্কারিক) স্বার্থপরতা (নিজের বেলায় আঁটিআঁটি, পরের বেলায় চিমটি কাটি-নিজে আঁটি বেঁধে নেয়, পরকে দেওয়ার সময় এক চিমটিতে যতটুকু (যৎসামান্য) ওঠে, দেয়)। বোঝার উপর শাকের আটি খুব ভারী জিনিসের উপর সামান্য বস্তুর ভার। {আঁটি+ ই}
    • Bengali Word আঁটি ২, আঁঠি, আটি ২, আঠি English definition [আঁটি, আঁঠি, আটি, আঠি] (বিশেষ্য) ফলের মধ্যস্থ বড়ো বীজ বা বিচি (আম আঁটির ভেঁপু-বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়; ন্যাংড়া আমের আঁঠি-প্রথম চৌধুরী)। আঁটিসার (ক্রিয়াবিশেষণ) আঁটি মাত্র অবশিষ্ট রেখে; নিঃশেষে (চুষিয়া আঁটিসার করিয়া খাইবার ক্ষমতা রাখে-বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়)।  (বিশেষণ) আঁটিসর্বস্ব; বড়ো আঁটিযুক্ত (আঁঠিসার আম খেয়ে আশ মেটে না)। {(তৎসম বা সংস্কৃত) অস্থি>অট্ঠি> আঠি, আঁঠি, আঁটি, আটি}
    • Bengali Word আঁটিসাঁটি English definition ⇒ আঁটা