• Bengali Word আঁটকুড়া, আঁটকুড়ো, আঁটকুড়ে English definition [আঁট্কুড়া, আটকুড়ো, আটকুড়ে] (বিশেষণ) ১ পুত্রহীন; নিঃসন্তান (পুত্র না থাকিলে লোকে বলে আঁটকুড়া-কৃত্তিবাস ওঝা; মনেতে করছিলা যদি করবা আঁচকুড়িয়া-ময়মনসিংহ গীতিকা)। ২ পুত্র কন্যাদি জীবিত নাই এমন। আঁটকুড়ী (স্ত্রীলিঙ্গ)। {(তৎসম বা সংস্কৃত) আত্ত(গৃহীত)+কুল >(হিন্দি) আন্ঠুকুড়া, বা আঁটকুড়া; বহু, আঁটকুড়িয়া>আঁটকুড়ে}