• Bengali Word আঁজি, আঁজী, আঞ্জি English definition [আঁজি, আঁজী, আন্জি] (বিশেষ্য) ১ মধ্যযুগে অথবা তারও আগে লিখবার পূর্বে ‘আঁজি’ বা ‘৭’ এই চিহ্ন দিয়ে লেখা আরম্ভ করা হতো এবং এই চিহ্ন দ্বারাই ঈশ্বর বা খোদার নামও স্মরণ করা হতো। এটা ‘৭u’ ‘আঁজি-অক্ষর’ অর্থাৎ সর্বাদ্য মাঙ্গলিক অক্ষর। (ছেলেরা আঞ্জি ক খ পড়ে-দক্ষিণারঞ্জন মিত্রমজুমদার)। ২ বস্ত্র প্রান্তের রেখা (তাঁতি যখন কাপড়ের কিনারায় নানা রঙের আঁজী টানে-অবনীন্দ্রনাথ ঠাকুর)। আঁজিধরা (ক্রিয়া) চুন সুরকি সিমেন্ট বালি ইত্যাদি দ্বারা ইট পাথরের জোড়ের মুখ বন্ধ করা। {(তৎসম বা সংস্কৃত) আদ্য > আজ্জ > আঁজ + ই}