• Bengali Word অ্যাকাডেমি , একাডেমী English definition [অ্যাকাডেমি] (বিশেষ্য) ১ শিল্প, সাহিত্য, বিজ্ঞান ইত্যাদির চর্চা ও গবেষণার কেন্দ্র (বাংলা একাডেমি, শিল্পকলা একাডেমী, শিশু একাডেমী)। ২ কোনো বিষয়ে প্রশিক্ষণ দানের উদ্দেশ্যে প্রতিষ্ঠিত শিক্ষা প্রতিষ্ঠান (মিলিটারি অ্যাকাডেমি, বুলবুল ললিতকলা একাডেমী)। ৩ বেসরকারি উদ্যোগে প্রতিষ্ঠিত প্রাথমিক বা মাধ্যমিক পর্যায়ের স্কুল (দীর্ঘা ইউনিয়ন একাডেমী)। {ইংরেজী. academy}
    • Bengali Word একাডেমী , অ্যাকাডেমি English definition [অ্যাকাডেমি] (বিশেষ্য) ১ সাহিত্য শিল্প বিজ্ঞান প্রভৃতির চর্চা ও গবেষণা কেন্দ্র (বাংলা একাডেমী, শিল্পকলা একাডেমী প্রভৃতি)। ২ এথেন্সের নিকটবর্তী উদ্যান যেখানে প্লেটো শিক্ষা দান করতেন। {(ইংরেজি) academy; (গ্রিক) akademeia}। ⇒ অ্যাকাডেমি