• Bengali Word অহংকার , অহঙ্কার English definition [অহোঙ্‌কার] (বিশেষ্য) ১ অহমিকা; গর্ব। আত্মচেতনা; অহংজ্ঞান (অহঙ্কার নহিলে কি ভেদ ব্রহ্মজীবে-ভারতচন্দ্র রায় গুণাকর)। অহংকারী, অহঙ্কারী (-রিন্) (বিশেষণ) ১ অহঙ্কার করে এমন। ২ অভিমানী। অহংকৃত, অহঙ্কৃত (বিশেষণ) গর্বিত; দম্ভী। অহংমন্যমান (বিশেষণ) আত্মপরায়ণ; আত্মসর্বস্ব (কেবল এম. এ. কেবল বি. এ. কেবল অহংমন্যমান-সত্যেন্দ্রনাথ দত্ত)। {(তৎসম বা সংস্কৃত) অহম্+ √কৃ + অ(ঘঞ্)}