• Bengali Word অসৎ English definition [অশত্] (বিশেষণ) ১ মন্দ; গর্হিত; নিন্দনীয়। ২ অসাধু। ৩ সত্তা নেই এমন; অবিদ্যমান; অস্তিত্বহীন। অসতী (বিশেষণ ) স্ত্রী. ভ্রষ্টচরিত্রা; নষ্টা; ব্যভিচারিণী; কুলটা (মধ্যবাংলায় এই অর্থে পুংলিঙ্গেও ‘অসতী’ শব্দ ব্যবহৃত হতো: যথা-সতী কি অসতী তোমাতে বিদিত ভাল মন্দ নাহি জানি। কহে চণ্ডীদাস পাপ পুণ্যসম যুগল চরণ মানি-চণ্ডীদাস)। অসতীত্ব (বিশেষ্য) {(তৎসম বা সংস্কৃত) অ(নঞ্)+সৎ ( নঞ্‌ তৎপুরুষ সমাস)}