• Bengali Word অস্বস্তি , অসোয়াস্তি English definition [অশ্‌সোস্‌তি, অশোয়াস্‌তি] (বিশেষ্য) ১ মনের অশান্তি; অস্বাচ্ছন্দ্য; দৈহিক অস্বচ্ছন্দতা (তাদের অসোয়াস্তির সীমা থাকে না-অবনীন্দ্রনাথ ঠাকুর)। ২ স্বাচ্ছন্দ্য বা আরামের অভাব। {(তৎসম বা সংস্কৃত) অ(নঞ্)+স্বস্তি,>; (নঞ্‌ তৎপুরুষ সমাস)}