• Bengali Word অস্ত্র , অস্তর English definition [অস্‌ত্রো, অস্‌তোর্] (বিশেষ্য) ১ হাতিয়ার; প্রহরণ; আয়ুধ। ২ প্রহারের উদ্দেশ্যে নিক্ষেপ করার ধারালো যন্ত্র। ৩ কাটার জন্য ব্যবহৃত যন্ত্র। ৪ (আলঙ্কারিক) উদ্দেশ্য সাধনে ব্যবহারের উপযুক্ত কোনো কিছু (অশ্রুই তার অস্ত্র)।অস্ত্রকরা (ক্রিয়া) অস্ত্রের সাহায্যে চিকিৎসা করা; অপারেশন করা। অস্ত্রকার ( বিশেষ্য) যে অস্ত্র নির্মাণ করে; অস্ত্রনির্মাতা। অস্ত্রকোবিদতা (বিশেষ্য) অস্ত্রবিষয়ক পাণ্ডিত্য; অস্ত্রবিদ্যায় দক্ষতা (অসাধারণ রণপাণ্ডিত্য এবং অস্ত্রকোবিদতা দর্শনে সকলেই স্তম্ভিত হইলেন-ইসমাইল হোসেন শিরাজী )। অস্ত্রচিকিৎসা (বিশেষ্য) রোগীর দেহে অস্ত্রোপচারপূর্বক চিকিৎসা; শল্যচিকিৎসা। অস্ত্র ত্যাগ, অস্ত্রসংবরণ (বিশেষ্য) যুদ্ধে বিরত হয়ে অস্ত্রবর্জন। অস্ত্রনিক্ষেপ (বিশেষ্য) আঘাত করার উদ্দেশ্যে অস্ত্রগ্রহণ। অস্ত্রধারী (-রিন্) (বিশেষণ) অস্ত্রবর্ষণ।অস্ত্রধারণ (বিশেষ্য) যুদ্ধ করার উদ্দেশ্যে অস্ত্রধারণ করেছে এমন; সশস্ত্র; অস্ত্রসজ্জিত। □ (বিশেষ্য) যোদ্ধা; সৈনিক; শান্ত্রী। অস্ত্রনিবারণ (বিশেষ্য) অস্ত্রের আঘাত বা প্রহার বোধ। অস্ত্রবিদ (বিশেষণ) অস্ত্রের ব্যবহার জানে এমন। অস্ত্রলেখা (বিশেষ্য) অস্ত্র দ্বারা আঘাতজনিত চিহ্ন; অস্ত্রাঘাতের চিহ্ন (পৃষ্ঠে নাহি অস্ত্রলেখা-মাইকেল মধুসূদন দত্ত )। অস্ত্রশস্ত্র (বিশেষ্য) সর্বপ্রকার অস্ত্র; আক্রমণ করার জন্য এবং আক্রমণ প্রতিরোধ করার জন্য ব্যবহৃত অস্ত্রাদি-যা নিক্ষেপ করা যায় তা অস্ত্র; যেমন- বর্শা এবং যা হাতে প্রহার করা যায় তা শস্ত্র, যেমন- তরবারি। বাংলা ব্যবহারে এই পার্থক্য রক্ষা করা হয় না বরং জোড়শব্দ হিসাবে ব্যবহার করা হয়। অস্ত্রশালা, অস্ত্রাগার, অস্ত্রালয় (বিশেষ্য) অস্ত্র রাখার গৃহ; অস্ত্রের ভাণ্ডার। অস্ত্রসংবরণ⇒অস্ত্রত্যাগ। অস্ত্রাগার⇒অস্ত্রশালা। অস্ত্রাঘাত (বিশেষ্য) ১ অস্ত্রের আঘাত; অস্ত্রের প্রহার। ২ প্রহারজনিত চিহ্ন। অস্ত্রালয়⇒অস্ত্রশালা। অস্ত্রী (-স্ত্রিন্) (বিশেষণ) অস্ত্রধারী। □ ( বিশেষ্য) যোদ্ধা (ফেরে অস্ত্রিদল-মাইকেল মধুসূদন দত্ত)। {(তৎসম বা সংস্কৃত) √অস্+ত্র,>}
    • Bengali Word অস্ত্রীক English definition [অস্‌ত্রিক্] (বিশেষণ) ১ বিপত্নীক। ২ স্ত্রী সঙ্গে নেই এমন। ৩ অবিবাহিত। সস্ত্রীক (বিপরীতার্থক শব্দ)। {(তৎসম বা সংস্কৃত) অ(নঞ্)+স্ত্রী+ ক(কপ্); (বহুব্রীহি সমাস)}
    • Bengali Word অস্ত্রোপচার English definition [অস্‌ত্রোপোচার্] (বিশেষ্য) চিকিৎসার্থ রোগীর দেহে অস্ত্রপ্রয়োগ; অপারেশন। {(তৎসম বা সংস্কৃত) অস্ত্র+উপচার}