• Bengali Word অস্ত English definition [অস্‌তো] (বিশেষ্য) ১ সূর্যচন্দ্রাদির পশ্চিম দিকে অদৃশ্য অবস্থা। ২ শেষ; অবসান। অস্তগত, অস্তমিত (বিশেষণ) অস্ত গেছে বা অদৃশ্য হয়েছে এমন। অস্তগমন (বিশেষ্য) অস্তে যাওয়া। অস্তগিরি, অস্তাচল (বিশেষ্য) হিন্দু পুরাণোক্ত যে পর্বতবিশেষের অন্তরালে সূর্য অস্ত যায়। অস্তপাট (বিশেষ্য) অস্তাচল; যেদিকে সূর্যাদি অস্ত যায় (উদয়-গোধূলি রঙে রাঙা হয়ে উঠেছিল যথা অস্তপাট-কাজী নজরুল ইসলাম)। অস্তমন (বিশেষ্য) অস্তগমন। অস্তমান, অস্তায়মান, অস্তগামী (বিশেষণ) অস্ত যাচ্ছে এমন (অস্তমান রবি-রবীন্দ্রনাথ ঠাকুর)। {(তৎসম বা সংস্কৃত) √অস্+ত(ক্ত)}