• Bengali Word অসম English definition [অশমো] (বিশেষণ) ১ সমান নয় এমন; অসমান। ২ সাদৃশ্যহীন। ৩ ভিন্ন প্রকার; অন্য রকম। ৪ অসমতল; উচুঁনিচু। ৫ বিষম। অসমতা ( বিশেষ্য) অসমকক্ষ (বিশেষণ) (বিশেষ্য) সমকক্ষ নয় এমন; শক্তিতে সমান নয় এমন (এই লড়াই নিতান্ত অসমকক্ষের লড়াই-রবীন্দ্রনাথ ঠাকুর)। অসমদর্শী (অসমশিন্) (বিশেষণ) পক্ষপাতী; একচোখা। অসমদর্শিতা (বিশেষ্য) অসমবয়সী (বিশেষণ) সমবয়সী নয় এমন; অসমানবয়স্ক (দুই অসমবয়সী বন্ধুর মধ্যে-রবীন্দ্রনাথ ঠাকুর)। অসমসাহস, অসংসাহস (বিরল) ( বিশেষ্য) সম্পূর্ণ ভয়শূন্যতা; অকুতোভয়তা। □ (বিশেষণ) দুঃসাহসিক। অসম সাহসিক, অসমসাহসী (অসমসিন্) (বিশেষণ) ১ অতুল সাহসযুক্ত; অত্যন্ত সাহসী এমন; কোনো কিছুতে ভয় করে না এমন; অকুতোভয় (নিতান্ত অসংসাহসিকের কার্য বলিয়া বোধ হয় না-ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর)। ২ দুঃসাহসী। অসমসাহসিকতা (বিশেষ্য) {(তৎসম বা সংস্কৃত) অ(নঞ্)+সম; (নঞ্‌ তৎপুরুষ সমাস)}