• Bengali Word অসংবৃত , অসম্বৃত (অপপ্রয়োগ) English definition [অশঙ্‌ব্রিতো, অশম্‌ব্রিতো] (বিশেষণ) ১ অনাচ্ছাদিত; আবরণশূন্য; নগ্ন। ২ শরীরের কাপড় চোপড় আলগা হয়ে পড়েছে এমন; আলুলায়িত; এলোমেলো; বিস্রস্ত। অসংবৃতা স্ত্রী.। {(তৎসম বা সংস্কৃত) অ(নঞ্)+সম্বৃত; (নঞ্‌ তৎপুরুষ সমাস); (বহুব্রীহি সমাস)}