• Bengali Word অসংগত , অসঙ্গত English definition [অশঙ্‌গতো] (বিশেষণ) ১ অযৌক্তিক; যুক্তিবিরুদ্ধ (এরূপ চিন্তা নিতান্ত অসঙ্গত এবং অন্যায়-রবীন্দ্রনাথ ঠাকুর)। ২ অন্যায়; অবিহিত। ৩ অবান্তর। অসঙ্গতি (বিশেষ্য) ১ যুক্তি বা সম্বন্ধহীনতা। ২ সংস্থানের অভাব। {(তৎসম বা সংস্কৃত) অ(নঞ্)+সঙ্গত; (নঞ্‌ তৎপুরুষ সমাস); (বহুব্রীহি সমাস)}