• Bengali Word অলিমা , ওয়ালিমা , ওলিমা English definition [ওলিমা, ওয়ালিমা, ওলিমা] (বিশেষ্য) ১ মুসলমানদের বৈবাহিক ভোজ; বিবাহ উৎসবে প্রদত্ত ভোজ। ২ বিবাহ উপলক্ষে বরপক্ষের আয়োজিত ভোজের অনুষ্ঠান (হজরতের গৃহেও অলিমার খানা প্রস্তুত হইতে লাগিল-(মাওলানা মুহাম্মদ আকরম খাঁ )। {আ.ব্‌লিমাহ}