- Bengali Word অলাত , আলাত English definition [অলাত্, আলাত্] (বিশেষ্য) জ্বলন্ত অঙ্গার (পোড়ে মৌচাক আধিদৈবিক অলাতে-সুধীন্দ্রনাথ দত্ত )।
অলাতচক্র (বিশেষ্য) চক্রাকার বহ্নি; জ্বলন্ত কাঠ বা অঙ্গার ঘোরালে আগুনের যে চক্র সৃষ্টি হয় (জানি জানি, এই অলাত চক্রে চঙ্ক্রমণ-বিদে)।
অলাতশিলা (বিশেষ্য) পাথুরে কয়লা।
{(তৎসম বা সংস্কৃত ) অ+√লা+ত(ক্ত); (নঞ্ তৎপুরুষ সমাস)}