• Bengali Word অলক্ষণ English definition অলক্‌খোন্‌] (বিশেষ্য) ১ কুলক্ষণ; অশুভ চিহ্ন (প্রণাম করেন মোরে একি অলক্ষণ-ভারতচন্দ্র রায় গুণাকর)। ২ অকল্যাণ; অমঙ্গল (ইহার কোন্দলে তার অলক্ষণ হবে-ভারতচন্দ্র রায় গুণাকর)। □ (বিশেষণ) কুলক্ষণযুক্ত; অপয়া। অলক্ষণা (বিশেষণ) (স্ত্রীলিঙ্গ) কুলক্ষণ-যুক্তা; অপয়া (অলক্ষণা-সুলক্ষণা যে হই সে হই-ভারতচন্দ্র রায় গুণাকর)। অলক্ষণে, অলক্ষুনে (বিশেষণ) অমঙ্গলজনক, অশুভ ক্ষণযুক্ত, অপয়া। {বহু,; (তৎসম বা সংস্কৃত ) অ(নঞ্‌)+লক্ষণ; (নঞ্‌ তৎপুরুষ সমাস)}