• Bengali Word অরক্ষণীয় , অরক্ষ্য English definition [অরক্‌খোনিয়ো, অরোক্‌খো] (বিশেষণ) রক্ষা করা যায় না এমন। অরক্ষণীয়া (বিশেষণ) স্ত্রী. অবিবাহিতা রাখা যায় না বা রাখা অনুচিত এমন (অচিন্তনীয়া অরক্ষণীয়া বিশ্বতরুণীর উদ্দেশে-রাজশেখর বসু (পরশু))। {(তৎসম বা সংস্কৃত) অ(নঞ্)+রক্ষণীয়, রক্ষ্য; (বহুব্রীহি সমাস); (নঞ্‌ তৎপুরুষ সমাস)}