• Bengali Word অম্ল English definition [অম্‌ম্লো] (বিশেষ্য) ১ টক। ২ অম্বল; টক ব্যঞ্জন। ৩ রোগবিশেষ। ৪ দ্রাবক; অ্যাসিড। □ (বিশেষণ) টকস্বাদযুক্ত। অম্লতা (বিশেষ্য) অম্লধর্মী অবস্থা; অম্লযুক্ততা; acidity। অম্লপিত্ত ( বিশেষ্য) রোগ বিশেষ; অম্ল ও পিত্তের আধিক্য জনিত অজীর্ণ রোগ। অম্লমধুর (বিশেষণ) মিষ্ট কিন্তু ঈষৎ অম্লস্বাদযুক্ত (অম্লমধুর আম)। অম্লজান (বিশেষ্য) অক্সিজেন নামক গ্যাসবিশেষ; oxygen। {(তৎসম বা সংস্কৃত) Öঅম্+ল(ক্ল)}
    • Bengali Word অম্লজান , অম্লতা , অম্লপিত্ত , অম্লমধুর English definition ⇒ অম্ল
    • Bengali Word অম্লমিতি English definition [অম্‌ম্লোমিতি] (বিশেষ্য) অম্লের পরিমাণাদি হিসাব করার বিদ্যা; acidimetry। {(তৎসম বা সংস্কৃত) অম্ল+মিতি; ৬ (তৎপুরুষ সমাস)}