• Bengali Word অমা , অমাবস্যা , অমাবৈস্যা English definition (মধ্যযুগীয় বাংলা) [অমা, অমাবোশ্‌শা, অমাবোইশ্‌শা] (বিশেষ্য) কৃষ্ণপক্ষের শেষ তিথি; চন্দ্রকলার অদৃশ্যকাল (অমাচুমে পূর্ণিমা! অপরূপ দৃশ্য -সত্যেন্দ্রনাথ দত্ত; অমাবৈস্যা জেন হইল, প্রতিপদ তেন হইল-শেখ ফয়জুল্লাহ)। অমানিশা, অমানিশি, অমারজনী (বিশেষ্য) অমাবস্যারাত্রি (চারিদিকে দুর্দিনের অমানিশা-মাওলানা মুস্তাফিজুর রহমান)। {(তৎসম বা সংস্কৃত) অমা+Öবস্+য(ণ্যৎ)+আ(টাপ্)}
    • Bengali Word অমাংসল English definition [অমাঙ্‌শল্] (বিশেষণ) কৃশ; শীর্ণ; মাংসহীন। {(তৎসম বা সংস্কৃত) অ(নঞ্)+মাংসল}
    • Bengali Word অমাতৃক English definition [অমাত্‌ত্রিক্] (বিশেষণ) মাতৃহীন। {(তৎসম বা সংস্কৃত) অ(নঞ্)+মাতৃক; (বহুব্রীহি সমাস)}