• Bengali Word অভ্যন্তর English definition [ওব্‌ভোন্‌তর্] (বিশেষ্য) ভিতর; মধ্য। অভ্যন্তরীণ, আভ্যন্তর, আভ্যন্তরিক (অপপ্রয়োগ), আভ্যন্তরীণ (অশুদ্ধ কিন্তু প্রচলিত) ( বিশেষণ) ১ মধ্যবর্তী; অন্তর্বর্তী। ২ অভ্যন্তরে আছে এমন; ভিতরের। ৩ মানসিক {(তৎসম বা সংস্কৃত) অভি+অন্তর}