• Bengali Word অবেক্ষণ , আবেক্ষণ , অবেক্ষা English definition [অবেক্‌খন্, আবেক্‌খন্, অবেক্‌খা] (বিশেষ্য) ১ অবলোকন; দর্শন (যজ্ঞীয় হবি অবেক্ষণ বা অবলেহন করে নাই-ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর)। ২ পরিদর্শন; পর্যবেক্ষণ। ৩ বিচার; পর্যালোচনা (তারপর শাস্ত্র কাব্য ইত্যাদির আবেক্ষণ-অবনীন্দ্রনাথ ঠাকুর)। ৪ অনুসন্ধান। অবেক্ষক (বিশেষণ) পর্যবেক্ষক; পরিদর্শক; পরীক্ষক। অবেক্ষণীয় (বিশেষণ) পর্যবেক্ষণ বা পরিদর্শনের যোগ্য। অবেক্ষমাণ (বিশেষণ) দর্শন করছে এমন; দর্শনে রত। অবেক্ষমাণা (স্ত্রীলিঙ্গ)। অবেক্ষাধীন (বিশেষণ) পরীক্ষাধীন; বিবেচনাধীন। অবেক্ষিত (বিশেষণ) অবলোকিত; দৃষ্ট। অবেক্ষ্যমাণ (বিশেষণ) ১ আলোচিত হচ্ছে এমন। ২ দৃষ্ট বা পরিদৃষ্ট হচ্ছে এমন। অবেক্ষ্যমাণা (স্ত্রীলিঙ্গ)। {(তৎসম বা সংস্কৃত) অব+ঈক্ষণ}