• Bengali Word অনাঘ্রাত , অঘ্রাত English definition [অনাগ্‌ঘ্রাতো, অগ্‌ঘ্রাতো] (বিশেষণ) ১ ঘ্রাণ নেওয়া হয়নি এমন (অনাঘ্রাত ফুল)। ২ ভোগ করা হয়নি এমন। ৩ অকলুষিত; অসম্পৃক্ত (দোষে আক্রান্ত অনাঘ্রাত চিত্ত-ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর)। অনাঘ্রাতা স্ত্রী.(যূথী অনাঘ্রাতা-রবীন্দ্রনাথ ঠাকুর)। {(তৎসম বা সংস্কৃত) অন্‌(নঞ্‌)+আঘ্রাত, ঘ্রাত; (বহুব্রীহি সমাস)}