• Bengali Word অদেখা, আদেখা, আদেখ English definition (মধ্যযুগীয় বাংলা)[অদ্যাখা, আদেখা, আদেখ্‌] (বিশেষণ) দেখা হয়নি বা যায়নি এমন; অদৃশ্য; অদৃষ্ট (আনাচ-কানাচই নেই আর অদেখা-অচিন্ত্য কুমার সেনগুপ্ত; আদেখা সেই জগৎ থেকে –ড, মুহম্মদ শহীদুল্লাহ; উদ্যান মেদিনী জথ হইল আদেখ-দৌলত উজির বাহরাম খান)। {(বাংলা) অ,আ+দেখা; (বহুব্রীহি সমাস) }