• Bengali Word অথান্তর, আথান্তর, আতান্তর English definition [অথান্‌তর্, আথান্‌তর্, আতান্‌তর্] (বিশেষ্য) ১ অন্য অবস্থা প্রাপ্তি; অবস্থার বিপর্যয়; বিপদ; মুশকিল; অসুবিধা (মুই পরাধিনীহেতু এই অথান্তর-দৌকা; বহু আথান্তর সেই পুষ্পের কারণ-বিজয় গুপ্ত)। ২ দুর্ভাবনা; দুশ্চিন্তা (চণ্ডী হেথা পাতে আথান্তর-বিজয় গুপ্ত)। {(তৎসম বা সংস্কৃত) অবস্থান্তর>; নিত্য.}