• Bengali Word অঞ্জন, আঞ্জনা English definition [অন্‌জন্, আন্‌জন্] (বিশেষ্য) ১ সুর্মা; কাজল (আমার চোখে অঞ্জন বুলিয়ে গেল-কাজী নজরুল ইসলাম; আঞ্জন-মন্দির সম পাপকারী কুন্ডাধম, পরশে লাগায় কালি অঙ্গে-দৌকা)। ২ মালিন্য; কালিমা (নিরঞ্জন)। ৩ আয়ুর্বেদ মতে বিবিধ ধাতুঘটিত দ্রব্য (রসাঞ্জন, নীলাঞ্জন)। {(তৎসম বা সংস্কৃত) অঞ্জ্+অন(ল্যুট্)}
    • Bengali Word অঞ্জনি English definition [অন্‌জোনি] (বিশেষ্য) ক্ষুদ্র ব্রণ বিশেষ (শরীরে অঞ্জনি যেন পুত্র কুপন্ডিত-দৌলত উজির বাহরাম খান)। {(তৎসম বা সংস্কৃত) অঞ্জনিকা>}
    • Bengali Word অঞ্জনিকা English definition [অন্‌জোনিকা] (বিশেষ্য) আঁজনাই; নেত্ররোগ বিশেষ। {(তৎসম বা সংস্কৃত)√+অঞ্জ্+অন(ল্যুট্)+ক(কন্)+ আ(টোপ্‌)}