• Bengali Word অগুরু ১, অগৌর English definition [অগুরু, অগউর্] (বিশেষ্য) শিংশপাবৃক্ষ; গন্ধকাষ্ঠবিশেষ (পুড়িছে অগুরু-মাইকেল মধুসূদন দত্ত; অগৌর চন্দনে রাজা পুড়ি লইল খুড়ি-কবি কঙ্কণ মুকুন্দরাম চক্রবর্তী)।{(তৎসম বা সংস্কৃত) অ(নঞ্)+গুরু; (বহুব্রীহি সমাস)}
    • Bengali Word অগুরু ২ English definition [অগুরু] (বিশেষণ) গুরুবিহীন; যার গুরু নেই (অগুরু ব্যক্তির মুক্তি নাই)। {(তৎসম বা সংস্কৃত) অ(নঞ্)+গুরু;(বহুব্রীহি সমাস)}