• Bengali Word অগা, অঘা English definition [অগা, অঘা] (বিশেষণ) ১ মূর্খ; নির্বোধ; হাঁদা। ২ অকর্মা; অপদার্থ। অঘাকান্ত, অঘাচণ্ডী, অঘারাম (বিশেষ্য), (বিশেষণ) মূর্খ; নির্বোধ বা অপদার্থ ব্যক্তি। অঘামারা (বিশেষণ), (বিশেষ্য) মূর্খ। {(তৎসম বা সংস্কৃত) অজ্ঞ, অঘ(অর্থ:পাপ)+(বাংলা) আ}
    • Bengali Word অগাধ English definition [অগাধ্] (বিশেষণ) ১ অথৈ; অতলস্পর্শ; গভীর (অগাধ সমুদ্র)। ২ অপরিমেয়(অগাধ শান্তি-রবীন্দ্রনাথ ঠাকুর)।৩ অনন্ত; বিস্তৃত; অসীম (অগাধ আকাশে-রবীন্দ্রনাথ ঠাকুর)। ৪ সুপ্রচুর (অগাধ ঘামে-সত্যেন্দ্রনাথ দত্ত)।  (বিশেষ্য) অনন্ত বা অসীম (আমার বুকে অগাধের সাধ জেগেছে-অচিন্ত্য কুমার সেনগুপ্ত)। {(তৎসম বা সংস্কৃত) অ(নঞ্) + √গাধ্+অ(ঘঞ্); (বহুব্রীহি সমাস)}
    • Bengali Word আগস্ট , অগস্ট , অগাস্ট English definition [আগস্‌ট্, অগস্‌ট, অগাস্‌ট্] (বিশেষ্য) ইংরেজি সালের অষ্টম মাস। {(ইংরেজি) August}