• Bengali Word অকৃত English definition [অকৃত] (বিশেষণ) ১ করা হয়নি এমন; অসম্পাদিত। ২ নিরর্থক; বিফল। অকৃতকর্মা (বিশেষণ) অপটু; অপারগ; অকর্মণ্য। অকৃতকার্য (বিশেষণ) নিষ্ফল; ব্যর্থ। অকৃতকার্যতা বি। অকৃতদার (বিশেষণ) অবিবাহিত; অনূঢ়। অকৃতধী (বিশেষণ) অল্প বুদ্ধিসম্পন্ন. অস্থিরচিত্ত। অকৃতনামী (বিশেষণ) (স্ত্রীলিঙ্গ) অখ্যাতা; অপ্রসিদ্ধ (অচিরাৎ সেই অকৃতনাম্নী প্রতিবাসিনী স্বর্ণালঙ্কারে ভূষিতা হইল-বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়)। অকৃতনামা (পুংলিঙ্গ)। অকৃতবিদ্যা (বিশেষণ) অশিক্ষিত; নিরক্ষর (অনেক অকৃতবিদ্য মূর্খেরও ঈশ্বর জ্ঞান আছে-বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়)। {(তৎসম বা সংস্কৃত) অ(নঞ্)+ কৃত; (নঞ্ তৎপুরুষ সমাস)}