• Bengali Word অকু, অকুআত English definition [অকু, অকুয়াত্] (বিশেষ্য) ঘটনা; দুর্ঘটনা; অপরাধমূলক কার্য; হাঙ্গামা। অকুস্থল, অকুস্থান (বিশেষ্য) ১ দুর্ঘটনাস্থল; যে স্থলে অপরাধমূলক কার্য সংঘটিত হয়েছে (তড়িঘড়ি অকুস্থান থেকে সরে পড়ে-সেমু)। ২ ঘটনাস্থল (আরো দ’একজন কৌতূহলী কথা শুনছে, অকুস্থল দেখছে-শওকত ওসমান)। {(আরবি)আত+বকুয়াত্ বহুব}
    • Bengali Word অকুটিল English definition [অকুটিল] (বিশেষণ) সরল; অকপট। অকুটিলতা বি। অকুটিলা (স্ত্রীলিঙ্গ)। {(তৎসম বা সংস্কৃত) অ(নঞ্)+কুটিল; (বহুব্রীহি সমাস)}
    • Bengali Word অকুন্ঠ, অকুন্ঠিত English definition [অকুন্ঠো, অকুন্ঠিতো] (বিশেষণ) ১ অকাতর; অসঙ্কুচিত। ২ অব্যাহত; অপ্রতিহত (অকুন্ঠিত মর্যাদায় আছিস দাঁড়ায়ে-রবীন্দ্রনাথ ঠাকুর)। ৩ অক্ষুব্ধ। অকুন্ঠিতা (স্ত্রীলিঙ্গ) (তুমি অকুণ্ঠিতা-রবীন্দ্রনাথ ঠাকুর)। অকুন্ঠিতচিত্ত (বিশেষণ) উদারচিত্ত; মুক্তপ্রাণ; সরলমনা। অকুন্ঠিতচিত্তে ক্রি(বিশেষণ)। {(তৎসম বা সংস্কৃত) অ(নঞ্)+কুন্ঠ, √কুন্ঠ্+ত(ক্ত),(বহুব্রীহি সমাস)}