ম পৃষ্ঠা ১
- Bengali Word -মন্ত English definition [মন্তো] যুক্ত; বিশিষ্ট, সম্পন্ন প্রভৃতি অর্থবাচক প্রত্যয় (বুদ্ধিমন্ত, লক্ষ্মীমন্ত)। {(তৎসম বা সংস্কৃত) মৎ> (প্রাকৃত) মংত> (বাংলা) মন্ত}
- Bengali Word -মান English definition [মান্]-যুক্ত অর্থবাচক সংস্কৃত প্রত্যয় ‘মৎ’ (বুদ্ধিমান, ধীমান)। মাধ্বীমতী (স্ত্রীলিঙ্গ)(বুদ্ধিমতী)। {(তৎসম বা সংস্কৃত) –মৎ(=মান্) প্রত্যয়}
- Bengali Word -মুখো, -মুখা English definition [মুখো, মুখা] (বিশেষণ) বাংলা বহুব্রীহি সমাসে উত্তরপদে মুখ শব্দের রূপ (ঘরমুখো, পোড়ারমুখো)। মুখোমুখি, মুখোমুখী (স্ত্রীলিঙ্গ) (পোড়ারমুখি, কালামুখি)। {(তৎসম বা সংস্কৃত) মুখ+ (বাংলা) ও, আ}
- Bengali Word -ময় English definition [ময়্] (বিশেষ্য) ১ প্রত্যয়বিশেষ; ব্যাপী প্রভৃতি অর্থসূচক; পরিপূর্ণ; যুক্ত; সমন্বিত; বিশিষ্ট (দয়াময়, জলময়, রাজ্যময়, করুণাময়)। ২ তৈরি (স্বর্ণময়)। -ময়ময়ী (স্ত্রীলিঙ্গ)। {(তৎসম বা সংস্কৃত) ময়ট্>}
- Bengali Word ম English definition [ম] বাংলা ব্যঞ্জনবর্ণমালার পঁচিশতম বর্ণ এবং প-বর্গের পঞ্চম বর্ণ। এটি স্বল্পপ্রাণ ঘোষ ওষ্ঠ্য নাসিক্য (unaspirated voiced bilabial nasal) ধ্বনি।
- Bengali Word ম-কার English definition [মকার্] (বিশেষ্য) ‘ম’ এই বর্ণ। {(তুলনীয়) তৎসম বা সংস্কৃত পঞ্চ ‘ম’কার} মকার-সাধন [মকার্শাধোন্] (বিশেষ্য) হিন্দু তন্ত্র সাধন অনুযায়ী পঞ্চ মকার সাধন। মৎস্য, মাংস, মদ্য, মুদ্রা ও মৈথুন এই পঞ্চ মকার। আদ্য অক্ষর ‘ম’ বলেই উক্ত পাঁচটির অভ্যাস পহ্ছ ‘ম’কার প্রতীকে পরিব্যক্ত। {(তৎসম বা সংস্কৃত) ম+কার+সাধন}
- Bengali Word ম-ম English definition [মম] (ক্রিয়াবিশেষণ) ভুর ভুর; মৌ মৌ (কাইরোর রান্নার খুশবাইয়ে রাস্তা মম করেছে-সৈয়দ মুজতবা আলী)। {মধু মধু>}
- Bengali Word মই ১ English definition [মোই] সর্বনাম আমি (এবেঁ মই বুঝিল সদগুরু বোহেঁ-চর্যাপদ)। {মুই>মই}
- Bengali Word মই, মৈ English definition [মোই] (বিশেষ্য) ১ বাঁশ বা কাঠ দিয়ে তৈরি সিঁড়ি। ২ চষা জমিতে মাটির ঢেলা ভাঙবার বাঁশের তৈরি যন্ত্র; harrow। মই দেওয়া (ক্রিয়া) মই দিয়ে চষা ক্ষেতের ঢেলা মাটি গুঁড়া করা। গাছে তুলে দিয়ে মই কেড়ে নেওয়া (ক্রিয়া) উৎসাহ দিয়ে কর্মে প্রবৃত্ত করে অসহায় অবস্থায় ফেলে সরে দাঁড়ানো। পাকা ধানে মই দেওয়া (ক্রিয়া) লাভের মুখে সমূহ ক্ষতি করা। মই দেওয়া (ক্রিয়া) চষা ক্ষেতের ডেলা মাটি গুঁড়া করা। {(তৎসম বা সংস্কৃত) মদী>}
- Bengali Word মইলন (মধ্যযুগীয় বাংলা) English definition [মোইলন] (বিশেষণ) মলিন; ম্লান (কপালের সিন্দুর মইলন দেখিন-মানিক রাজার গান)। {(তৎসম বা সংস্কৃত) ম্লান>মইলন}
- Bengali Word মইষা English definition [মোইশা] (বিশেষণ) ১ মহিষের সদৃশ। ২ মহিষীর দুধ থেকে উৎপন্ন। {(তৎসম বা সংস্কৃত) মহিষ>(বাংলা) আ}
- Bengali Word মইসা, মইসে, মসে English definition [মোইশা, মোইশে, মোশে] (বিশেষ্য) কাপড়-চোপড়ে তিলাপড়া অবস্থা। {(তৎসম বা সংস্কৃত) মসি>মসিআ>মিইসা>}
- Bengali Word মউ, মৌ English definition [মোউ] (বিশেষ্য) মধু। মউচাক (বিশেষ্য) মৌমাছি যে মোম-নির্মিত বাসায় মধু সঞ্চয় করে; মধুচক্র। মৌমাছি (বিশেষ্য) মধু সংগ্রহকারী পতঙ্গবিশেষ; মধুমক্ষিকা। মৌলোভী (বিশেষ্য) মধুপ্রিয় ব্যক্তি বা প্রাণী। {(তৎসম বা সংস্কৃত) মধু>মহু>মউ,>}
- Bengali Word মউচাক English definition ⇒ মউ
- Bengali Word মউজ, মৌজ, মওজ English definition [মোউজ, মৌজ, মওজ্] (বিশেষ্য) ১ তরঙ্গ; ঢেউ (দরিয়ার বড় মৌজ হইয়াছে-প্যারীচাঁদ মিত্র (টেকচাঁদ ঠাকুর))। ২ নেশাগ্রস্ত অবস্থা; নেশাখোরের পরিণতি; বিভোরতা (মউজ করে শারাব পিউ-কাজী নজরুল ইসলাম; সে হর্দম খুশীর মৌজ-কাজী নজরুল ইসলাম)। ৩ আনন্দ; উল্লাস। ৪ মহাসমারোহ। মউজ করা (ক্রিয়া) আনন্দ উল্লাস করা (ওরা সারা রাত ধরে মউজ করে ফিরে যাচ্ছে-জগলুল হায়দার আফরিক)। {(আরবি) মরজ}
- Bengali Word মউড্গা, মউড্গাতনা (মধ্যযুগীয় বাংলা) English definition [মউড্গা, মউড্তৃনা] (বিশেষ্য) ছাদনাতলা, বিবাহের আসর। {(তৎসম বা সংস্কৃত) মুকুট+(ফারসি) গাঁহ্}
- Bengali Word মউত, মৌত, মওত English definition [মোউত্, মৌত, মওত্] (বিশেষ্য) মৃত্যু (তবে বুঝি মউত হতো খুব সুখের-মুফাখখারুল ইসলাম; আন্দাজ হয় মৌত নজদিগ-প্যারীচাঁদ মিত্র (টেকচাঁদ ঠাকুর))। মউত কবুল করা (ক্রিয়া) মৃত্যু হতে পারে যে পরিশ্রমে তেমন পরিশ্রম করা (মওত কবুল করে করেছি-হাবীবুর রহমান)। মওতে টানা (ক্রিয়া) মৃত্যু নিকটবর্তী হওয়া (এ বয়সে এত মেহনত করছ, মওতে টানছে দেখতে পাচ্ছি)। {(আরবি) মরত}
- Bengali Word মউতাত English definition ⇒ মৌতাত
- Bengali Word মউনি English definition [মোউনি] (বিশেষ্য) মন্থনদণ্ড (ঘোল মউনি)। {(তৎসম বা সংস্কৃত) মন্থনী>}
- Bengali Word মউমাছি English definition ⇒ মউ