ন পৃষ্ঠা ১
- Bengali Word -নবিস ২, নবিশ ২, -নবীস ২, নবীশ ২ English definition [নোবিশ্] (বিশেষ্য) লেখক; লিপিকুশল; বাংলায় এর স্বতন্ত্র প্রয়োগ নেই; অন্য শব্দের সঙ্গের যুক্ত হয়ে ব্যবহৃত হয় (খোসনবিস, নকলনবিস)। নবিস-নবিসি, নবিস-নবিসী (বিশেষ্য) লেখকগিরি; লিখন কাজ নামক বৃত্তি। জমা-নবিস, হিসাব-নবিস (বিশেষ্য) হিসাব রক্ষা করে যে কর্মচারী; হিসাবরক্ষক; accountant। নকল-নবিস (বিশেষ্য) অনুলিপি লেখে যে; কপি করে যে; copy-writer। {(ফারসি) নবীস}
- Bengali Word -নলা ১ English definition [নলা] (বিশেষণ) নলবিশিষ্ট; চোঙযুক্ত (দোনলা বন্দুক)। {(তৎসম বা সংস্কৃত) নল+ (বাংলা) আ}
- Bengali Word -নামা ৩ English definition [নামা] (বিশেষ্য) ১ পত্র; চিঠি; লেখ (সোলেনামা ওকালতনামা)। ২ বিবরণ; ইতিহাস; আখ্যান; ইতিবৃত্ত (শাহনামা, চিত্তনামা)। ৩ দলিল (রাজিনামা, চুক্তিনামা)। {(ফারসি) নামাহ্}
- Bengali Word ন ১ English definition বাংলা ব্যঞ্জনবর্নমালার বিংশ এবং ত-বর্গের পঞ্চম বর্ণ। এটি দন্তমূলীয় (alveolar), নাসিক্য (nasal) ব্যঞ্জনধ্বনি।
- Bengali Word ন ২ English definition [ন] (বিশেষণ) ১ নতুন (ন বৌ, নছেলে)। ২ জন্মের ক্রম অনুসারে চতুর্থ; সেজোর পরবর্তী (ন দিদি, ন কাকা, ন বউ)। {(তৎসম বা সংস্কৃত) নব>}
- Bengali Word ন ৩ English definition [ন] (বিশেষ্য) ১ নয় সংখ্যা; ৯। □ (বিশেষণ) নয় সংখ্যক; নয় (ন জন, ন গা মাগিলেও যা ছ গা মাগিলেও তা-প্রবাদ)। {(তৎসম বা সংস্কৃত) নবন্>}
- Bengali Word ন ৪ English definition [ন] (অব্যয়) নিষেধ অভাব ইত্যাদিসূচক উপসর্গ (ন+উচিত=অনুচিত; ন+ধর্ম=অধর্ম; ন+অতিদীর্ঘ=নাতিদীর্ঘ; ন+গণ্য=নগণ্য)। {(তৎসম বা সংস্কৃত) নঞ্ নামক উপসর্গ}
- Bengali Word নঅই, নউই English definition [নওই, নউই] (বিশেষ্য), (বিশেষণ) মাসের নবম দিন (নঅই পৌষ)। {(তৎসম বা সংস্কৃত) নবম>}
- Bengali Word নই ১ English definition [নোই] (মধ্যযুগীয় বাংলা) (বিশেষ্য) নদী (কালিনী নই কুলে-বড়ু চণ্ডীদাস)। {(তৎসম বা সংস্কৃত) নদী>}
- Bengali Word নই ২ English definition [নোই] (বিশেষণ) ১ বকনা; মাদি। ২ পশুর স্ত্রী জাতি (নই বাছুর)। ৩ নতুন। {(তৎসম বা সংস্কৃত) নবী>}
- Bengali Word নই ৩ English definition [নোই] (ক্রিয়া) নব্বই; ৯০। {(তৎসম বা সংস্কৃত) নবতি>}
- Bengali Word নই ৪ English definition [নোই] (ক্রিয়া) নহি; না হই (আমি নই পলানে খাতক)। {(বাংলা) না হই>}
- Bengali Word নইচা, নইচে English definition ⇒ নলিচা
- Bengali Word নইলে English definition ⇒ নহিল
- Bengali Word নঈ (মধ্যযুগীয় বাংলা) English definition [নোই] (বিশেষ্য) নদী। {(তৎসম বা সংস্কৃত) নদী}
- Bengali Word নউই English definition ⇒ নঅই
- Bengali Word নউমি English definition [নোউমি] (বিশেষ্য) নবমী তিথি। {(তৎসম বা সংস্কৃত) নবমী}
- Bengali Word নও ১ English definition ⇒ নহ
- Bengali Word নও ২ English definition [নও] (বিশেষণ) নয়া; নতুন। নও আবাদ, নও আবাদি (বিশেষ্য) নতুন বসতি। {(ফারসি) নর}
- Bengali Word নওকর, নোকর, নকর English definition [নওকর্, নোকোর্, নকোর্] (বিশেষ্য) চাকর; ভৃত্য (মৃত্যু যেন কেনা নওকর, থরথর পদভরে-হাসান হাফিজুর রহমান)। নওকরি, নোকরি, নকরি (বিশেষ্য) বেতন নিয়ে কাজ; চাকরি; দাসত্ব; ভৃত্যগিরি (যদিও কেউ ছাড়লে নাক ব্যবসা কি নকরি-দ্বিজেন্দ্রলাল রায়; আমার মেজদা উত্তর বাংলার কোথায় যেন কি ডাঙর নোকরি করেন-সৈয়দ মুজতবা আলী)। {(ফারসি) নরকর}