দ পৃষ্ঠা ১
- Bengali Word -দ English definition (বিশেষণ) প্রদানকারী; দান করে এমন (জ্ঞানদ, মানদ)। -দা (সুখদা, মানদা) (বিশেষণ) (স্ত্রীলিঙ্গ)। {(তৎসম বা সংস্কৃত) √দা+অ (ক)}
- Bengali Word -দর্শী (-শিন্) English definition [দোর্শি] (বিশেষণ) দর্শক; দ্রষ্টা; জ্ঞানী (দূরদর্শী)। {(তৎসম বা সংস্কৃত) √দৃশ্+ইন(ণিনি)}
- Bengali Word -দা ২ English definition [দা] (বিশেষ্য) দাদার সংক্ষিপ্ত রূপ (বড়দা, মেজদা)। {দাদা>}
- Bengali Word -দা ৩ English definition [দা] (বিশেষ্য) দাত্রী; দানকারিণী (অন্নদা)। {(তৎসম বা সংস্কৃত) √দা+ক্বিপ্+আ(টাপ্)}
- Bengali Word -দান, -দানি, -দানী English definition [দান্, দানি, দানী] (বিশেষ্য) আধার; পাত্র (আতরদান, পানদান, ফুলদানি)। {(ফারসি) দান, দানি, দানী=}
- Bengali Word -দার ২ English definition [দার্] (অব্যয়) ১ যুক্ত (নকশাদার, চুড়িদার)। ২ অধিকারী (জমিদার, আড়তদার)। ৩ বৃত্তিযুক্ত কর্মচারী (দোকানদার, জমাদার)। ৪ পাত্র (পাওনাদার)। ৫ বিভিন্ন অর্থবাচক প্রত্যয়বিশেষ। দারদারি (অব্যয়) বৃত্তিসূচক প্রত্যয় (আড়তদারি)। {(ফারসি) দারি}
- Bengali Word -দায়ক English definition [দায়োক্] (বিশেষণ) ১ দেয় এমন; প্রদানকারী; দাতা (যন্ত্রণাদায়ক)। ২ ক্ষতিপূরণ করে এমন। দায়িকা (স্ত্রীলিঙ্গ)। {(তৎসম বা সংস্কৃত) √দা+অক(ণ্বুল্)}
- Bengali Word -দিকিন, -দিকিনি, দেখিনি English definition [দিকিন্, দিকিনি, দেখিনি] (ক্রিয়া) দেখি (বল দিকিনি)। {√দেখ্>}
- Bengali Word -দিগর, -দিগের English definition ⇒ দের
- Bengali Word -দের English definition [দের্] সাধারণত সম্বন্ধের (ষষ্ঠীর) বহুবচনজ্ঞাপক বিভক্তি (মানুষদের)। {বাংলা প্রত্যয়বিশেষ}
- Bengali Word দ ১ English definition বাংলা বর্ণমালার অষ্টাদশ ব্যঞ্জনবর্ণ এবং ত-বর্গের তৃতীয় বর্ণ। উচ্চারণ স্থান ও পদ্ধতির দিক থেকে এটি ঘোষ (voiced), অল্পপ্রাণ (unaspirated), দন্ত্য (dental), স্পৃষ্ট (plosive), ধ্বনি।
- Bengali Word দ ২, দ পড়া, দয়ে পড়া, দয়ে মজান English definition ⇒ দহ
- Bengali Word দঁক, দক English definition [দঁক্, দক্] (বিশেষ্য) ১ পানিযুক্ত গভীর পাক বা কাদা (দঁক ভেঙ্গে উঠে গিয়া চরে-ঈশ্বর গুপ্ত)। ২ কর্দমযুক্ত স্থান; পঙ্কিল জলাভূমি; পানি-কাশীরাম দাসয় ভরা বিশ্রী জায়গা। ৩ ((আলঙ্কারিক)) আকস্মিক দুরবস্থা; অসহায় অবস্থা। দঁকে পড়া, দকে পড়া ((আলঙ্কারিক)) আকস্মিক দুরবস্থায় পড়া; হঠাৎ বিপদগ্রস্ত হওয়া (দঁকে পড়িয়া আমাদিগের কর্তার যে বেশ হইয়াছিল-প্যারীচাঁদ মিত্র (টেকচাঁদ ঠাকুর))। {(তৎসম বা সংস্কৃত) উদক/কর্দম>; (দ্রাবিড়)দক (জল)}
- Bengali Word দংশ English definition [দঙ্শো] (বিশেষ্য) ডাঁশ; বনমক্ষিকা; বড় মশা। দংশী (স্ত্রীলিঙ্গ)। {(তৎসম বা সংস্কৃত) √ দন্শ্+ অ (ঘঞ্)}
- Bengali Word দংশক English definition [দঙ্শোক্] (বিশেষণ) ১ কামড়ায় এমন; দংশনকারী (কালফণী, দুরন্ত দংশক-মাইকেল মধুষূদন দত্ত)। ২ ডাঁশ। {(তৎসম বা সংস্কৃত) √ দন্শ্+ অক (ণ্বুল্)}
- Bengali Word দংশন English definition [দঙ্শোন্] (বিশেষ্য) দাঁত বসানো; দন্তাঘাত; কামড়। {(তৎসম বা সংস্কৃত) √ দন্শ্+ অন (ল্যুট্)}
- Bengali Word দংশল ((ব্রজবুলি)), দংশিল ((পদ্যে ব্যবহৃত)) English definition [দঙ্শল্, দোঙ্শিলো] (ক্রিয়া) কামড়াল; দংশন করল (মদনলতা জনু দংশল হাতী- বিপ)। {(তৎসম বা সংস্কৃত) √ দন্শ্>}
- Bengali Word দংশা ((পদ্যে ব্যবহৃত)) English definition [দঙ্শা] (ক্রিয়া) দন্তাঘাত করা; কামড়ানো (মাটি কাটি দংশে সর্প আয়ুহীন জনে-মাইকেল মধুষূদন দত্ত)। দংশানো (ক্রিয়া) ১ দংশন করা; কামড়ানো। □ (বিশেষ্য) (বিশেষণ) উক্ত অর্থে। দংশিত বিণ। {(তৎসম বা সংস্কৃত) √দন্শ>}
- Bengali Word দংশিত ((ব্রজবুলি)) English definition [দোঙ্শিতো] (বিশেষণ) দন্ত দ্বারা ক্ষত; দষ্ট; দংশন করা বা কামড়ানো হয়েছে এমন। {(তৎসম বা সংস্কৃত) √দন্শ্+ইত (ইতচ্)}
- Bengali Word দংষ্ট্র English definition [দঙ্শ্ট্রো] (বিশেষ্য) দাঁত; দন্ত। দংষ্ট্রা (বিশেষ্য) ১ বৃহৎ দন্ত; বড় দাঁত (ব্যাঘ্র লাঙ্গুলে ভর করিয়া, দংষ্ট্রাপ্রভায় অরণ্য প্রদেশ আলোকময় করিয়া-বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়)। ২ দাঁড়া। দংষ্ট্রাল, দংষ্ট্রী (বিশেষণ) দাঁতাল; বৃহৎ দন্তবিশিষ্ট; দংষ্ট্রাযুক্ত। {(তৎসম বা সংস্কৃত) √দন্শ্+ এ (ষ্ট্রন্)}