ণ পৃষ্ঠা ১
- Bengali Word ণ English definition [মূর্ধন্য ‘ণ’] বাংলা ভাষার পঞ্চদশ ব্যঞ্জনবর্ণ। ট-বর্গের পঞ্চম বর্ণ। যুক্ত বর্ণের ক্ষেত্রে ট-বর্গের যে-কোনো বর্ণের সঙ্গে যুক্ত অনুনাসিক বর্ণটি সাধারণত মূর্ধন্য ‘ণ’ হয়। যথা-কন্টক; কণ্ঠ; দণ্ড; ঢেন্ঢণ। প্রাকৃত ও পালি ভাষায় ‘ণ’-এর ব্যবহার তুলনামূলকভাবে বেশি।
- Bengali Word ণ-ফলা English definition [নফলা] (বিশেষ্য) অন্য ব্যঞ্জনবর্ণের সঙ্গে ‘ণ’-এর যোগ। {(তৎসম বা সংস্কৃত) ণ+ফলা}
- Bengali Word ণই (-প্রাচীন বাংলা) English definition [নোই] (বিশেষ্য) নদী (ভবণই গম্ভীর বেগেঁ বাহী-চর্যা; কালিনি ণই কূলে-বড়ু চণ্ডীদাস)। {(তৎসম বা সংস্কৃত) নদী>}
- Bengali Word ণকার English definition [নকার্] ণ এই বর্ণ। {(তৎসম বা সংস্কৃত) ণ+কার}
- Bengali Word ণকাররূপিণী English definition [নকাররুপিনি] (বিশেষণ) জ্ঞানরূপা। {(তৎসম বা সংস্কৃত) ণ+কার+রূপ+ইন্(ইনি) +ঈ)ঙীপ্)}
- Bengali Word ণত্ববিধান, ণত্ববিধি English definition [নত্তোবিধান্, নত্তোবিধি] (বিশেষ্য) (ব্যাকরণ) পদের কোন কোন স্থানে ‘ণ’ ব্যবহৃত হয় তার নিয়ম। {(তৎসম বা সংস্কৃত) ণ+ত্ব+বিধান, বিধি}
- Bengali Word ণাম্বা ((মধ্যযুগীয় বাংলা)) English definition [নাম্বা] (ক্রিয়া) অবতরণ করা। ণাম্বএ ((মধ্যযুগীয় বাংলা)) (ক্রিয়া) অবতরণ করে। {(তৎসম বা সংস্কৃত) √ লম্ফ্}
- Bengali Word ণাল ((মধ্যযুগীয় বাংলা)) English definition [নাল্] (বিশেষ্য) মৃণাল। {(তৎসম বা সংস্কৃত) নাল>}
- Bengali Word ণালিক ((মধ্যযুগীয় বাংলা)) English definition [নালিক্] (বিশেষ্য) নালিকাস্ত্র; বন্দুক (ভ্রূহি কামধনু নয়ন-বাণে নাসিকা ণালিক যন্ত্র সমানে-বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়)। {(তৎসম বা সংস্কৃত) নালিক>}
- Bengali Word ণিচ্ English definition [নিচ্] (বিশেষ্য) (ব্যাকরণ) সংস্কৃত প্রত্যয়বিশেষ; কর্তা নিজে না করে অন্যের দ্বারা করালে তথা প্রযোজক ক্রিয়ার সঙ্গে এই প্রত্যয় যুক্ত হয়; যেমন-পাঠ (পড়া)+ণিচ্=পাঠি (পড়ানো)। {(তৎসম বা সংস্কৃত) ণিচ্}
- Bengali Word ণিজন্ত English definition [নিজন্তো] (বিশেষণ) ণিচ্ প্রত্যয়যুক্ত; ণিচ্ প্রত্যয় যুক্ত করা হয়েছে এমন। ণিজন্ত ধাতু (বিশেষ্য) যে ধাতুর উত্তর ণিচ্ প্রত্যয় যোগ করা হয়েছে; causative verb। ণিজন্ত প্রকরণ (বিশেষ্য) ণিজন্ত ধাতুর রূপান্তরের নিয়মাবলি; ণিচ্ প্রত্যয়যোগে ধাতুর যে যে রূপান্তর হয় তার নিয়মাবলি (যেমন করায়, ধরায়, মারাচ্ছে, কাটাচ্ছে, ইত্যাদি)। {(তৎসম বা সংস্কৃত) ণিচ্+অন্ত}
- Bengali Word ণেহ ((মধ্যযুগীয় বাংলা)) English definition [নেহো] (বিশেষণ) ১ স্নেহ। ২ প্রেম; ভালোবাসা। {(তৎসম বা সংস্কৃত) স্নেহ>}