ড পৃষ্ঠা ১
- Bengali Word -ডীন English definition [ডিন] (বিশেষ্য) নভোগতি; উড্ডয়ন। (বিশেষণ) উড্ডয়নশীল (উড্ডীন)। {(তৎসম বা সংস্কৃত) √ডী+ত(ক্ত)}
- Bengali Word ড English definition বাংলা বর্ণমালার ত্রয়োদশ ব্যঞ্জনবর্ণ ও ট-বর্গের তৃতীয় বর্ণ। এটি একটি দন্তমূলীয় প্রতিবেষ্টিত (alveolo-retroflex); স্পৃষ্ট ধ্বনি (polsive sound)। এটি ঘোষ (voiced)ও স্বল্পপ্রাণ (unaspirated)।
- Bengali Word ডউয়া English definition [ডোউয়া] (বিশেষ্য) অম্লস্বাদযুক্ত ফলবিশেষ; ডেফল। {(তৎসম বা সংস্কৃত) দহ্+ উ>ডহু; ডেফল; মুণ্ডারি. ডহু}
- Bengali Word ডওর English definition [ডয়োর] (বিশেষণ) ১ গভীর (ডওর পানি)। □ (বিশেষ্য) অপেক্ষাকৃত নিচু স্থান; গভীর গর্ত। ২ গ্রামের গলি বা গো-হালট (ডওরে ডওরে ফেরা)। {(তৎসম বা সংস্কৃত) দভ্র> (বর্ণবিপর্যয়ে) (প্রাকৃত) ডহর>}
- Bengali Word ডওরা English definition [ডওরা] (বিশেষ্য) ১ ডওরা; নৌকার খোলের নিচের গভীরতম অংশ; যে স্থানে পানি জমে। ২ দহর; খাল; জলাভূমি; গভীর গর্ত; নৌকা বা জাহাজের খোল। {(তৎসম বা সংস্কৃত) হ্রদ>(বর্ণবিপর্যয়ে) ডহর(জলাশয়)>(বাংলা) ডহরা}
- Bengali Word ডক English definition [ডক্] (বিশেষ্য) জাহাজ নির্মাণ ও মেরামত করার স্থান; dock। ২ জাহাজে মাল বোঝাই ও জাহাজ থেকে মাল নামাবার স্থান; বন্দর; পোতাশ্রয়। {(ইংরেজি) dock}
- Bengali Word ডকবুস((মধ্যযুগীয় বাংলা)) English definition [ডক্বুশ] (বিশেষ্য) ডাঙ্গস; হাতি তাড়াবার দণ্ড; অঙ্কুশ (সেল ডকবুস হাতে সূরজ কোটাল-রামাই পণ্ডিত [শূন্য পুরাণ])। {(তৎসম বা সংস্কৃত) দণ্ড+ অঙ্কুশ= দণ্ডাঙ্কুশ>ডংকুশ > ডকবুস}
- Bengali Word ডকার ১ English definition [ডকার্] (বিশেষ্য) উদ্গার; ঢেঁকুর। {(তৎসম বা সংস্কৃত) উদ্গার> ঢেঁকুর>ডকার}
- Bengali Word ডকার ২ English definition [ডকার] (বিশেষ্য) ড বর্ণ। {ড+কার}
- Bengali Word ডক্টর English definition [ডক্টর] (বিশেষ্য) ১ স্নাতকোত্তর ডিগ্রির পর কোনো বিশেষ বিষয়ে গবেষণামূলক অভিসন্দর্ভ লিখে অর্জিত পি এইচ-ডি বা ডি-লিট নামক উপাধি। ২ কোনো বিশিষ্ট ব্যক্তিকে তাঁর বিশেষ কোনো গুণ বা অবদানের জন্য বিশ্ববিদ্যালয় জাতীয় প্রতিষ্ঠানের পক্ষ থেকে প্রদত্ত সম্মানসূচক ডি-লিট বা অনুরূপ উপাধি। {(ইংরেজি) doctor}
- Bengali Word ডগ, ডগা, English definition [ডগ্, ডগা] (বিশেষ্য) ১ আগা; শীর্ষ; সর্বোচ্চ অংশ; শিখরদেশ (নাকের ডগায় দৃষ্টি রেখে চেয়ে থাকলে একাগ্রতা আসে)। ২ সরু ডাল বা শাখা (জালি লাউয়ের ডগার মত বাহু দুখান সরু-জসীমউদ্দীন)। কচুরডগা, কলারডগা (বিশেষ্য) কচু বা কলার মাইজ অর্থাৎ সদ্য নির্গত মাঝের পাতা। {(তৎসম বা সংস্কৃত) অগ্র>অগ্গ>ডগ্গ>ডগা>}
- Bengali Word ডগডগ English definition [ডগ্ডগ্] (অব্যয়) দীপ্তির ভাব প্রকাশক শব্দ (লাল ডগডগ করছে)। ডগডগে, ডগডগিয়া (বিশেষণ) ১ অত্যন্ত; ঘোর; অতি উজ্জ্বল; খুব টকটকে (স্বামীর খুনের ছোপ দেওয়া, তায় ডগ্ডগে আনকোরা-কাজী নজরুল ইসলাম)। ২ দগদগে; অতি তীব্রতা বা ঔজ্জ্বল্য অর্থে (ডগডগে ঘা)। {ডগডগ+ ইয়া>এ; ধ্বন্যাত্মক}
- Bengali Word ডগমগ English definition [ডগ্মগ্, ডগোমগো] (বিশেষণ) ১ ঢলঢলে; পরিপূর্ণ; ভরপুর; বিভোর (ডগমগ ভাব; আবিষ্কারের আনন্দে ডগমগ-ওবায়েদুল হক)। ২ রসে রঙে বা ঔজ্জ্বল্যে পরম মনোহর (ডগমগ প্রভাত-রবীন্দ্রনাথ ঠাকুর)। ডগমগানো (ক্রিয়া) ডগমগ করা। {(তুলনীয়) (তৎসম বা সংস্কৃত) মগ্ন; ধ্বন্যাত্মক}
- Bengali Word ডগর English definition [ডগর] (বিশেষ্য) দগড়; বাদ্যযন্ত্রবিশেষ (ডগল হাঁড়ল বৃষ্টির জলে ভরা টইটম্বুর-সত্যেন্দ্রনাথ দত্ত)। {(তৎসম বা সংস্কৃত) দ্রগড়>দগড়>}
- Bengali Word ডগরা, ডগারিয়া, ডগিরা English definition [ডগ্রা, ডগারিয়া, ডোগিরা] (বিশেষণ) ১ বৃহৎ; বিরাট; বিশাল। ২ উচ্চ; উন্নত। {(তৎসম বা সংস্কৃত) দীর্ঘ> (প্রাকৃত) দীগ্ঘ>ডগর+আ}
- Bengali Word ডগলা English definition [ডগ্লা] (বিশেষ্য) ১ কচি লোভনীয় ডগা; বিশেষভাবে শাকের ডগা। ২ সরু ডাল। {(তৎসম বা সংস্কৃত) অগ্র>অগ্গ>ডগ্গ>ডগা}
- Bengali Word ডগা English definition ⇒ ডগ
- Bengali Word ডগিডগি English definition [ডোগিডোগি] (বিশেষণ) কচি ডগাবিশিষ্ট; নধর (ডগিডগি ভাল ছোলার শাক-কবিকঙ্কন মুকুন্দরাম চক্রবর্তী)। {ডগ+ই+ডগ+ই}
- Bengali Word ডঙ্ক((মধ্যযুগীয় বাংলা)) English definition [ডঙ্কো] (বিশেষ্য) দংশন (হেন বুঝি খুল্লনাকে হৈল সাপ ডঙ্ক-কবিকঙ্কন মুকুন্দরাম চক্রবর্তী)। ২ জয়ঢাক (বাজবে জয়ডঙ্ক-রবীন্দ্রনাথ ঠাকুর)। {(তৎসম বা সংস্কৃত) √দন্শ্>; (প্রাকৃত) ডংক>}
- Bengali Word ডঙ্কা English definition [ডঙ্কা] (বিশেষ্য) জয়ঢাক; ঢক্কা; ঢঙ্কা; দুন্দুভি; টিকারা; ঢ্যাঁটরা (ডঙ্কার ধ্বনি হোক আজি-বেনজীর আহমদ)। ডঙ্কাদেওয়া, ডঙ্কাপেটা, ডঙ্কামারা (ক্রিয়া) সগৌরবে ঘোষনা করা; সগর্বে প্রচার করা; দম্ভ প্রকাশ করা। ডঙ্কামেরে চলে যাওয়া (ক্রিয়া) নিজের গর্ব ও প্রভাব-প্রতিপত্তি বজায় রেখে ইহলোক ত্যাগ করা। {(তৎসম বা সংস্কৃত) √ঢক্কা>(প্রাকৃত) ডংক>ডঙ্কা}