ঠ পৃষ্ঠা ১
- Bengali Word ঠ English definition -ব্যঞ্জনবর্ণমালার দ্বাদশ ও ট-বর্গের দ্বিতীয় বর্ণ। এটি দন্তমূলীয় প্রতিবেষ্টিত (alveolo-retroflex); অঘোষ (unvoiced); মহাপ্রাণ (aspirated); স্পৃষ্ট (plosive) ধ্বনি।
- Bengali Word ঠং English definition [ঠঙ্] (অব্যয়) টুং বা টং অপেক্ষা অধিকতর জোরালো আওয়াজ যা ঘণ্টা প্রভৃতি থেকে শোনা যায়। ঠং ঠং (অব্যয়) ঠং শব্দের পুনরাবৃত্তি। {ধ্বন্যাত্মক}
- Bengali Word ঠক ১ English definition [ঠক্] (অব্যয়) লাঠি প্রভৃতি শক্ত জিনিস ঠোকার আওয়াজ। ঠক ঠক (অব্যয়) ১ ঠক শব্দের পুনরাবৃত্তি; ক্রমাগত ঠক শব্দ। ২ দ্রুত বা প্রবলভাবে ঠক ঠক করা বা করে কাঁপা (গণেশের হাতের জলের কুঁজা ঠক্ঠক্ করিয়া কাঁপিতে লাগিল-সুকুমার রায়)। ঠকঠকানো, ঠকঠকান (ক্রিয়া) ১ ঠক ঠক ধ্বনি উৎপাদন করা। ২ অত্যধিক ভীতি শৈত্য ইত্যাদির ফলে প্রবলভাবে কাঁপা। ৩ উক্ত উভয় অর্থে। ঠকঠকানি (বিশেষ্য) ১ ঠক ঠক শব্দ। ২ ঠক ঠক করে কম্পন। {ধ্বন্যাত্মক}
- Bengali Word ঠক ২ English definition [ঠক্] (বিশেষ্য), (বিশেষণ) শঠ; প্রবঞ্চক; প্রতারক। ⇒ (বিশেষ্য) ঠকবাজি; শঠতা; ঠকের কার্য (কোন স্থানে ইন্দ্রজালে করএ কুহক। মিথ্যা বাক্য সহ্য করে দেখাইয়া ঠক-সৈয়দ আলাওল)। {(তৎসম বা সংস্কৃত) স্থগ>ঠগ}
- Bengali Word ঠকা English definition [ঠকা] (ক্রিয়া) ১ প্রতারিত হওয়া; প্রাপ্যের কম পাওয়া (তিন টাকা ঠকিয়েছে)। ২ হারা; হেরে যাওয়া (তোমার কাছে আমি ঠকে গেলাম)। ⇒ (বিশেষ্য) উক্ত সকল অর্থে। ⇒ (বিশেষণ) প্রাপ্যের কম (বিক্রী করে ঠকা দামে-ড. মুহম্মদ শহীদুল্লাহ)। ঠকানে (বিশেষণ) ঠক; বঞ্চক; প্রতারক। ঠকানো, ঠকান (ক্রিয়া) ১ প্রতারিত করা (বড়ো ঠকান ঠকিয়েছি-রবীন্দ্রনাথ ঠাকুর)। ২ হারানো। ৩ অপ্রতিভ বা অপ্রস্তুত করা। ⇒ (বিশেষ্য) উক্ত সকল অর্থে। ঠকামি, ঠকামো (বিশেষ্য) ১ প্রতারণা; বঞ্চনা। ২ পরনিন্দা। ৩ ঠকের কাজ। {ঠক+আ}
- Bengali Word ঠক্কর English definition ⇒ ঠোকর
- Bengali Word ঠক্কুর English definition ঠক্কুর [ঠোক্কুর্] (বিশেষ্য) ১ ঠাকুর; দেব-প্রতিমা। ২ ব্রাহ্মণদের পদবিশেষ। {অমূ; অর্বাচীন সংস্কৃত}
- Bengali Word ঠগ English definition ঠগ [ঠগ্] (বিশেষ্য), (বিশেষণ) ঠক; প্রবঞ্চক। ⇒ (বিশেষ্য) ঠগি দস্যু। {(তৎসম বা সংস্কৃত) স্থগ>}
- Bengali Word ঠগি English definition [ঠোগি] (বিশেষ্য) ভারতে ইংরেজ আমলে বিনষ্ট একটি ছদ্মবেশী দস্যু সম্প্রদায়। {ঠগ+ই}
- Bengali Word ঠন English definition [ঠন্] (অব্যয়) (ধ্বন্যাত্মক) টং ঠুং বা ঠুন অপেক্ষা অধিকতর জোরালো শব্দ; ধাতব পদার্থে আঘাতের ফলে উদ্ভূত শব্দবিশেষ। ঠন ঠন (অব্যয়) ১ (ধ্বন্যাত্মক) ক্রমাগত ঠন শব্দ। ২ খালি; শূন্য (বোতলে কিছু নেই একেবার ঠন ঠন, হাঁড়ি ঠন ঠন; লেখাপড়া ঠন ঠন)। ঠনঠনে (বিশেষণ) ১ খুব শক্ত; দৃঢ়; কঠিন (থলেথলে মাটি, ঠনঠনে লোহা-সত্যেন্দ্রনাথ দত্ত)। ২ অত্যন্ত শুষ্ক; এরূপ শুষ্ক যাতে আঘাত করলে শব্দ হয় (এই কষ্ট যার হৃদয় কখনো এমনি শুকিয়ে ঠনঠনে পাথর হয়ে গিয়েছে সেই বুঝবে-কাজী নজরুল ইসলাম)। ঠনাঠন (অব্যয়) বার বার ঠন ঠন শব্দ (ঠনাঠন বাজে)। {ধ্বন্যাত্মক}
- Bengali Word ঠমক English definition [ঠমোক্] (বিশেষ্য) ১ গর্ব; গর্বিত ভাবভঙ্গি (কিসের এক ঠমক দেখায় দেবদারু আজ দখনে হাওয়ায়-কাজী নজরুল ইসলাম)। ২ হাবভাবযুক্ত চলন; ঠাট; ঠসক। ৩ নাচের ভঙ্গি; নাচের তালে তালে পা ঠুকে চলা (বুড়ী ঠমক দিয়া ঘাটলার সিঁড়ি ভাঙ্গে-দক্ষিণারঞ্জন মিত্রমজুমদার)। ৪ জলের শব্দ। ঠমক চাল (বিশেষ্য) অত্যধিত গর্বিত হাবভাব। {(তৎসম বা সংস্কৃত) স্তম্ভক>}
- Bengali Word ঠসক English definition [ঠশোক্] (বিশেষ্য) ১ গর্বযুক্ত ভাবভঙ্গি; গুমর। ২ ছলাকলা; ঠমক; ছেনালি। {(তুলনীয়) (হিন্দি) ঠসক}
- Bengali Word ঠাঁই ১, , ঠাঞি English definition [ঠাঁই, ঠায়ি] (বিশেষ্য) ১ স্থান (এটা হল আরামের ঠাঁই-সত্যেন্দ্রনাথ দত্ত; নিজেরা তা কাঁধে করিয়া এক ঠাঁই জড় করিল-আবুল মনসুর আহমদ)। ২ (হিন্দুদের মধ্যে) আহারে উপবেশন স্থান (ঠাঁই করা বা হওয়া)। ৩ আশ্রয় (ঠাঁই নাই ঠাঁই নাই ছোট এ তরী-রবীন্দ্রনাথ ঠাকুর)। ৪ তলদেশ; তল; থই (নদীতে ঠাঁই পাওয়া যায় না)। ৪ নিকট; কাছে (তাঁর ঠাঁই শুনেছি)। ঠাঁই ঠাঁই (বিশেষণ) পৃথক পৃথক; ভিন্ন; আলাদা আলাদা (ভাই ভাই ঠাঁই ঠাঁই)। {(তৎসম বা সংস্কৃত) স্থান>(প্রাকৃত) ঠাণ>ঠাঁই}
- Bengali Word ঠাঁই ২ English definition [ঠাঁই] (অব্যয়) হঠাৎ প্রবল আঘাত; ধাঁই (ঠাঁই করে চড় মারা)। {(তৎসম বা সংস্কৃত) স্থান>(প্রাকৃত) ঠাণ>ঠাঁই}
- Bengali Word ঠাই English definition ⇒ ঠাঁই
- Bengali Word ঠাওর, ঠাহর, টাহর English definition [ঠায়োর্, ঠাহোর্, টাহর] (বিশেষ্য) ১ মনোযোগপূর্বক দর্শন; নিরীক্ষণ (যিনি রংটা নীল কিংবা সবুজ বিশেষ ঠাওর করেও বলতে অপারগ-প্রথম চৌধুরী)। ২ মনোযোগ (ঠাওর করে দেখা)। ৩ উপলব্ধি (নাকটা স্পর্শ করলে ওটা যে আমারই তা ঠাওর করতে পারি না-আহসান হাবীব; পূর্বাহ্নে তাহা টাহর করিতে পারিত না-মোব)। ৪ নির্ধারণ; নির্ণয়; স্থির (দেশে দেশে হতে যত আইল সওদাগর। (কেহ না করিতে পারে দরের ঠাওর-ফকির গরীবুল্লাহ)। ঠাওরানো, ঠাওরান (ক্রিয়া) ১ দেখে বোঝা। ২ উপলব্ধি বা নির্ণয় বা নির্ধারণ করা (আর তুই পাগল ঠাওরালি আমাকে?-রাজিয়া খান)। ৩ স্থির বা অনুমান করা (আমি একটা মতলব ঠাউরেছি-ওহিদুল আলম)। {(তৎসম বা সংস্কৃত) স্থাবর>ঠাহর>ঠাওর। স্থাবর তথা স্থিরভাবে দাঁড় করিয়ে দেখা অর্থে}
- Bengali Word ঠাকঠমক English definition [ঠাক্ঠমোক্] (বিশেষ্য) ঠাটঠমক; জাঁকজমক (ঠাকঠমকসহ পুনশ্চ ফরাসিরা ঢুকে পড়লেন-মনোজ বসু)। {(তৎসম বা সংস্কৃত) ধাম>ঠাম>ঠাক, (অনুকারক শব্দ, শব্দদ্বৈত)ঠমক}
- Bengali Word ঠাকরুন English definition [ঠাক্রুন্] (বিশেষ্য) ১ (স্ত্রীলিঙ্গ) ঠাকুরানী; মাননীয়া মহিলা। ২ ব্রাহ্মণজাতীয়া নারী। ৩ প্রভুপত্নী; মনিবের স্ত্রী। ঠাকরুন দিদি (বিশেষ্য ) ১ হিন্দুদের মধ্যে) পিতামহী; পিতামহী স্থানীয়া নারী। ২ ভগিনীর তুল্য ব্রাহ্মণকন্যা বা ব্রাহ্মণী। {ঠাকুরানী> ঠাকুরান>ঠাকুরন, ঠাকরুন}
- Bengali Word ঠাকুর English definition [ঠাকুর্] (বিশেষ্য) ১ হিন্দুদের দেবতা। ২ প্রতিমা। ৩ ঈশ্বর; ভগবান (ঠাকুর, রক্ষা করো)। ৪ রাজা; অধীশ্বর; অধিপতি; প্রভু; মালিক (সভায় কুতুব সেই রাজ্যের ঠাকুর-সৈয়দ আলাওল)। ৫ পূজনীয় বা মাননীয় শ্রদ্ধেয় ব্যক্তি; গুরুজন (পিতা ঠাকুর)। ৬ গুরু। ৭ ব্রাহ্মণ। ৮ পূজক; পুরোহিত (ঠাকুর পূজা করেন)। ৯ পাচক ব্রাহ্মণ (ঠাকুরের রান্না)। ১০ হিন্দু স্ত্রীলোকের শ্বশুর (ঠাকুরপো)। ১১ পদবিশেষ (রবীন্দ্রনাথ ঠাকুর)। ঠাকুরানী, ঠাকরুন (স্ত্রীলিঙ্গ)। ঠাকুরঘর (বিশেষ্য) হিন্দুদের পূজার ঘর। ঠাকুর ঘরে কে (বিশেষ্য) দোষ ধরার পূর্বেই বিনা প্রয়োজনে দোষ অস্বীকার করা। ঠাকুর জামাই (বিশেষ্য) নন্দাই; ননদের স্বামী। ঠাকুরঝি (বিশেষ্য) শ্বশুরকন্যা; ননদ (ঠাকুরঝিরা মুচকি হাসে আমি মরি লাজে-কাজী নজরুল ইসলাম)। ঠাকুর-দাদা, ঠাকুরদা (বিশেষ্য) পিতামহ; পিতার পিতা। ঠাকুর-দালান (বিশেষ্য) পাকা পূজামণ্ডপ। ঠাকুর পূজা (বিশেষ্য) দেবতার পূজা; বিশেষত ইষ্ট দেবতার নিত্যনৈমিত্তিক পূজা। ঠাকুরপো (বিশেষ্য) দেবর; স্বামীর ভাই। ঠাকুর বাড়ি (বিশেষ্য) মন্দির; দেবালয়। ঠাকুর মহাশয়, ঠাকুর মশাই (বিশেষ্য) গুরু; পুরোহিত; ব্রাহ্মণ। ঠাকুরমা, ঠাকুমা (বিশেষ্য) পিতামহী; পিতার মাতা। ঠাকুর সেবা (বিশেষ্য) ঠাকুর পূজা। ঠাকুরাল, ঠাকুরালি (বিশেষ্য) ১ রহস্য; রঙ্গ; ঠাট্টা-তামাশা-বিদ্রূপ; দেবসুলভ বা দেবতাকৃত ছলনা (কহে সখী জয়া শুন গো অভয়া একি কর ঠাকুরালি-ভারতচন্দ্র রায়গুণাকর)। ২ দেবতা। ৩ প্রাধান্য; নেতৃত্ব; আধিপত্য। ৪ প্রভুত্ব। {ফারসি উৎসের শব্দ ((তুর্কি) তাগরি=দেবতা); (তৎসম বা সংস্কৃত) ঠক্কুর>ঠাকুর}
- Bengali Word ঠাঞি English definition ⇒ ঠাঁই