চ পৃষ্ঠা ১
- Bengali Word -চর ৩ English definition [চর্] (বিশেষণ) ১ বিচরণকারী; চারী (বনচর, অনুচর)। ২ জঙ্গল; অস্থাবর; গতিশীল; চলনশীল (চরাচর)। {(তৎসম বা সংস্কৃত) √চর্+অ(অচ্)}
- Bengali Word চ English definition [চ] বাংলা বর্ণমালার যষ্ঠ ব্যঞ্জনবর্ণ এবং চ-বর্গের প্রথাম বর্ণ। এটি প্রশস্ত দন্তমূলীয় (dorso-alveolar, plato-alveolar) অল্পপ্রাণ (unaspirated) স্পর্শধ্বনি (plosive sound) রূপে উচ্চারিত হয়। ঢাকার কুট্টিদের উচ্চারণে এটি ঘৃষ্ট (affricate) এবং বাংলাদেশের কোনো কোনো অঞ্চলের উচ্চারণে এটি শিস ধ্বনি (fricative)।
- Bengali Word চ বর্গ English definition [চবর্গো] (বিশেষ্য) চ ছ জ ঝ ঞ-এই পাঁচটি বর্ণ দিয়ে গঠিত বর্গের নাম। {(তৎসম বা সংস্কৃত) চ+বর্গ}
- Bengali Word চঁওকি English definition ⇒ চৌঙকি
- Bengali Word চং English definition [চঙ্] (বিশেষ্য) গুড়ি (চং গুড্ডির ধ্যানা তৈরি করতাম)। {আঞ্চলিক}
- Bengali Word চংক্রমণ English definition ⇒ চঙ্ক্রমণ
- Bengali Word চংগল, চংগাল English definition ⇒ চঙ্গা
- Bengali Word চই, চৈ English definition [চোই] (বিশেষ্য) ১ পিপুলজাতীয় লতা এবং তার ডাল ও মূল। ২ গজপিপ্পলী; piper chaba। {(তৎসম বা সংস্কৃত) চরি>}
- Bengali Word চই-চই, চৈচৈ English definition [চোইচোই] (অব্যয়) হাঁসকে ডাকার শব্দ। {ধ্বন্যাত্মক}
- Bengali Word চইত English definition [চোইত্] (বিশেষ্য) চৈত্রমাস। {(তৎসম বা সংস্কৃত) চৈত্র>}
- Bengali Word চইড় English definition [চোইড়্] (বিশেষ্য) নৌকার লগি; নৌকা চালানোর কাজে ব্যবহৃত সরু ও দীর্ঘ বংশদণ্ড। {(তৎসম বা সংস্কৃত) √চর্>}
- Bengali Word চউতোর ((প্রাচীন বাংলা)) English definition [চোউতোর্] চত্বর; চাতাল; চবুতরা। ২ হিন্দুদের চণ্ডীমণ্ডপ বা চৌচালা; বসার ঘর। {(তৎসম বা সংস্কৃত) চত্বর>; (তুলনীয়) (হিন্দি) চবুতরা}
- Bengali Word চওক English definition ⇒ চৌক১
- Bengali Word চওগান English definition [চওগান্] (বিশেষ্য) ১ পোলো খেলা। ২ পোলো খেলার দণ্ড। {(ফারসি) চরগান}
- Bengali Word চওড়া, চৌড়া English definition [চওড়া, চোউড়া] (বিশেষণ) ১ প্রশস্ত; প্রসারযুক্ত (চওড়া রাস্তা)। ২ প্রান্তবিশিষ্ট; আড় বা পার্শ্ব; ওসার (চওড়া-পাড় শাড়ি)। ৩ বিস্তার; প্রস্থ (চওড়ায় পাঁচ হাত)। চওড়াই, চৌড়াই (বিশেষ্য) প্রস্থের মাপ বা পরিমাণ; বহর। লম্বা-চওড়া (বিশেষ্য), (বিশেষণ) দীর্ঘ ও হৃষ্টপুষ্ট; সবল। {(হিন্দি) চৌড়া}
- Bengali Word চক ১ English definition [চক্] (বিশেষ্য) ১ প্রশস্ত ও চতুষ্কোণ ময়দান বা চৌকা ভূমি বা ক্ষেত্র। ২ নগর বা গ্রামের প্রধান স্থান বা বৃহৎ বাজার (চকবাজার, চাঁদনি-চক)। ৩ চতুষ্কোণ প্রাঙ্গন ও তার চতুর্দিকের দালান। ৪ তালুক বা তহসিল। চকবন্দি, চকবন্দী, চকবন্দ (বিশেষ্য) ১ জমি বা গ্রামের চারিদিকের সীমানা নির্ধারণ। ২ জমির ভাগ; লাট; তৌজিবন্দ। □(বিশেষণ) ১ জমির সীমানা নির্ধারণ হয়েছে এরূপ। ২ চকমিলান (অন্দরমহলে চকবন্দী আঙ্গিনায়-আবুল মনসুর আহমদ)। চক-মিলান (বিশেষণ) ১ শ্রেণিবদ্ধ অট্টালিকা যেগুলো একসঙ্গে মিলিয়ে নির্মিত। ২ চতুষ্কোণ উঠান ঘিরে যে শ্রেণিবদ্ধ বাড়িগুলো বা অট্টালিকাসমূহ নির্মিত। {(তৎসম বা সংস্কৃত) চতুষ্ক>}
- Bengali Word চক ২ English definition [চক্] (বিশেষ্য) ফুলখড়ি; খড়িমাটি। {(ইংরেজি) chalk}
- Bengali Word চকচক ১ English definition [চক্চক্] (অব্যয়) জিহ্বার সাহায্যে তরল পদার্থ পান করার শব্দ। {ধ্বন্যাত্মক}
- Bengali Word চকচক ২ English definition [চক্চক্] (অব্যয়) ঔজ্জ্বল্য বা দীপ্তি প্রকাশক। ২ তেলতেলে ভাব। চকচক করা (ক্রিয়া) দীপ্তি বা ঔজ্জ্বল্য প্রকাশ পাওয়া। চকচকানো (ক্রিয়া) চকচক করা। চকচকানি (বিশেষ্য) অতিশয় ঔজ্জ্বল্য। চকচকে (বিশেষণ) উজ্জ্বল; দীপ্তিপূর্ণ; দ্যুতিময়। {(তৎসম বা সংস্কৃত) √চকাস্; (তৎসম বা সংস্কৃত) চাকচক্য>}
- Bengali Word চকবন্দ, চকবন্দি, চকবন্দী English definition ⇒ চক১